প্রেম করতে কিসের প্রয়োজন হয়?
প্রথমে ক্ষমা চাইছি , আপনার ভুল ধরার জন্য।
কারণ আপনি যে প্রশ্ন করেছেন সেটা কোনো প্রশ্নই না।
এটা শুধু আলতু মনের ফালতো খেয়াল।
ভালোবাসা কোনো রান্না না যে লবন মরিচ অদা রসুন কতটুকু লাগবে।
ভালোবাসা কোনো কোনো ইন্ড্রাস্ট্রি না যে কি কি মেকানিজম লাগবে। বলে দিলাম বা লিখে দিলাম আর হয়ে গেলো।
ভালোবাসা কোনো কস্ট্রাকশন না যে রড ,সিমেন্ট ,বালু ইত্যাদি, কতটুকু বালু কতটুকু সিমেন্ট ,রড কতটুকু লাগবে। ঠিক ঠাক বলে দিলে, ঠিক ঠাক বুঝাতে পারলে , আপনি যদি বুজতে পারেন তাহলে সুন্দরভাবে সঠিক ভাবে সম্পন্ন হবে, বা সঠিক হওয়ার সম্ভাবনা আছে।
>>>
আসল কথা।
আপনার মনের সাথে মিল অর্থাৎ আপনার মনের মতো কাউকে পেলে আপনার ভিতরে (আমি বলতে চাইছি চিন্তার ভিতরে ) তার প্রতি ভালোবাসা জন্মনিবে, আপনি তাকে ভালো বেসেফেলবেন আপনার অজান্তে। তার কি আছে আর কি নাই সেটা বিবেচনা করার চিন্তায় আসবে না । পক্ষান্তরে আপনার কি আছে আর কি নাই কি করেন আর কি পারেন কি পারেন না, সেটা কোনো বিষয় না , আপনাকে কোনো কিছু প্রদর্শন করতে হবেনা , আপনাকে যার ভালোবাসার সে এমনি এমনি ভালোবাসবে।
আমিবলতে চাইছি এক্সট্রা অর্ডিনারি কোনোকিছু দেখিয়ে অথবা এক্সট্রা অর্ডিনারি কোনোকিছু দিয়ে যদি কারো ভালোবাসা নিতে চান তবে আপনি ভুল। আপনার সঙ্গে হয়তো ভালো ব্যবহার করবে সেটা ভালোবাসা না। দেখানো বা দেয়া বা বিশেষ ভঙ্গিমার পরিবর্তন হলে আপনাকে দূরে ঠেলে দেবে।
>>>
ভাষা জনিত ভুল ক্ষমা করবেন
আশাকরি কষ্ট করে বুঝে নিবেন