প্রেম করতে কী লাগে?
তবে কিছু কিছু মেয়েরা একটু বোকা টাইপ ছেলে পছন্দ করে, আবার কেউ কেউ তেজী পুরুষ!
আর ছেলারাতো কোন মেয়েরই কথা ফেলতে পারেনা। যে আসবে তার সাথেই কথা বলবে(সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়)। এটাও মনে হয় জেনেটিক কারণ।
আর কিছু না। অনেককে বলতে দেখি তোমার সাথে আমার পছন্দ-অপছন্দের অনেক মিল। তাই আমারা দুজন দুজনের জন্যই, এই যুক্তি পুরোটাই ভিত্তিহীন। কেননা এ সময় সবাই শুধু মিলগুলোই তুলে ধরে অমিলগুলো নয়। এখন যদি সে বলে আমিতো দুপুরে ভাত খাই এবার আপনিও বললেন আরে আমিও তো খাই। এরকম পছন্দ অপছন্দের যুক্তি কতটা ছেলেমানুষী বুঝে নিন। আর ভালবাসার অর্থ এটা না যে এতে দু পক্ষকেই ভালবাসতে হবে। ভালবাসার কোন দাবি থাকা উচিত নয় বরং ভালবাসার মানুষটা যেন সুখে থাকে এটাই ভালবাসার মোটো হওয়া উচিত।
আর কিছু এখন মনে পড়ছেনা। তবে এটুকুই নয়। আরও আছে, থাকা উচিত।
প্রেমে না পড়ে প্রেম করার চেষ্টা করুন,মেয়ে দের গতি ঘন্টায় কত কিঃ মিটার ভাল করে জ়েনে নিন।