প্রেম করতে হলে কিভাবে প্রপোজ করতে হবে?
প্রেম করতে হলে কিভাবে প্রপোজ করতে হবে?
Add Comment
- কী করবেন প্রেম করে?? শান্তির জীবন কী ভালো লাগছে না?? জীবনে কোনো বাড়তি সমস্যা নাই?? সময় কী অনেক বেশি হয়ে গেছে?? হতাশা, দীর্ঘশ্বাসের অভিজ্ঞতা অর্জন করতে চান??………
- প্রেম করতে চাইলে একটু অপেক্ষা করুন। যদি ভালো চাকরি বা কাজ করে থাকেন তবে বিয়ের জন্য মেয়ে খুঁজেন। এরপর বিয়ে করেন। এরপর বউয়ের সাথে সারাদিন প্রেম!!… সুন্দর তাই না;
- এবার উত্তর দেই,,,যদি মনে হয় সে আপনাকে পছন্দ করে এরকম কোনো নিশ্চয়তা আছে তবে তাকে সরাসরি বলেন, “আপনি তাকে ভালোবাসেন।” এছাড়া যদি দূরে থাকে তবে টেক্সট করেন এরপর বলেন যে আপনি তাকে পছন্দ করেন।
- আমার জানা নেই। কিন্তু এই বিষয় থেকে দূরে থাকুন। কারণ প্রেমে পড়ে যে ভালো লাগার সৃষ্টি হবে ;যাওয়ার পর এর কয়েক গুণ বেশি কষ্ট, হতাশা, আত্মহত্যার চেষ্টা করবেন। এর থেকে জীবনে ভিন্ন কিছু করুন, বিভিন্ন ডিজিটাল স্কিল ডেভেলপ করুন। কাজে আসবে। ভালো থাকবেন।