প্রেম কি দেহনির্ভর নাকি দেহ নিরপেক্ষ ?
প্রেম কি দেহনির্ভর নাকি দেহ নিরপেক্ষ ?
Add Comment
প্রেম দেহ-নির্ভর।
অনেকেই চান না যে প্রেম দেহ-নির্ভর হোক। বলতে চান, সেক্সই কি সব? কিংবা, দৈহিক সম্পর্কটাকে অনেকে ভীষণ খারাপ হিসেবে দেখেন।
কিন্তু, এই বিষয়টা আপেক্ষিক। প্রেম পুরোপুরি দেহ নির্ভর নয়। বৃদ্ধ বয়সের কথাই চিন্তা করুন। কিন্তু সাধারণত প্রেমের শুরুটা হয় ফিজিক্যাল এট্রাকশান থেকে। যার প্রতি আপনার শারীরিক আকর্ষণ নেই, তার সাথে প্রেম হওয়া খুবই কঠিন। তবে, মনের ব্যাপারটাও সমান গুরুত্ব বহন করে।
তাই, পুরোপুরি দেহ-নির্ভর বা মন-নির্ভর বলা যায় না। দেহ ও মন উভয় নির্ভর। এর ব্যতিক্রমও থাকে। দেহ নিরপেক্ষ খুব কম দেখা যায়। নিজেকে জিজ্ঞেস করুন, আপনি কী নির্ভর।