প্রেম কেন অমর?
কারন প্রেমের কোনো অন্ত নেই। মানুষ জন্ম নিলে তার মৃত্যুও অনিবার্য। কিন্তু আত্মার কখনো বিনাশ হয়না, আত্মার কখনো মৃত্যু হয়না আত্মা চিরজীবী। আর প্রকৃত প্রেম হয় আত্মার সাথেই তাই আত্মা যেহেতু অমর তাই তার প্রেম ও অমর। কিন্তু প্রেম যদি হয় দেহের সাথে তাহলে সেই প্রেম দেহের সাথেই বিনাশ হবে নিশ্চিত ভাবে।