প্রেম থেকে বিরত থাকার উপকারিতা কী?
লেখাপড়ার আগে প্রেম ভালোবাসা করা ঠিক না। সবার আগে লেখাপড়া। নিজের ক্যারিয়ান। লেখাপড়ার মাধ্যমে নিজেকে যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে। প্রেম ভালোবাসা আপনাকে নীচের দিকে নিয়ে যাবে। নিজেকে বলুন, আমি প্রেম করবো না। আমি ভালো ভাবে লেখাপড়া করবো। সুন্দর ভাবে লেখাপড়া শেষ করে- ভালো চাকরী বা ব্যবস করবো। আমি বাড়ি, গাড়ি করবো। আমার বাবা মায়ের স্বপ্ন পূরন করবো।
যখন আপনি একজন সফল মানুষ হবেন, তখন আপনার হাতে অনেক কিছুই এসে ধরা দিবে। অপরিনত বয়সে প্রেম ভালোবাসা আপনাকে আপনার ভবিষ্যৎ নষ্ট করে দিবে। প্রচুর বই পড়ুন, ভালো ভালো মুভি দেখুন। ভ্রমন করুণ। ড্রাইভিং শিখুন। এছাড়া যে কোনো দুটা হাতের কাজ শিখুন। যেটা আপনার ভালো লাগে। শুধু মাথায় রাখবেন জীবনে আপনার এগিয়ে যেতে হবে। বাবা মাকে খুশি করতে হবে। তখনই প্রেম আপনার কছে তুচ্ছ হয়ে যাবে।
প্রেম মানে কি? সবাইকে লুকিয়ে ছাপিয়ে দেখা সাক্ষাৎ করা। ফুচকা খাওয়া। রাতে মোবাইলে কথা বলা। মান অভিমান করা। সুযোগ পেলে হাত ধরা, চুমু দেওয়া। রিকশায় করে ঘুরা। এসব কোনো ভালো কিছু না। এগুলো সময়ের অপচয় মাত্র। যখন আপনি লেখাপড়া শেষ করে সামনে এগিয়ে যাবেন, দেখবেন জীবন কর সুন্দর। যারা নিজেক যোগ্য ও দক্ষ করার আগে প্রেম ভালোবাসা করে তাঁরা গাধা।