প্রেম নিয়ে আপনার বাস্তব কাহিনীটি কী?
প্রেম নিয়ে আপনার বাস্তব কাহিনীটি কী?
আমি একজন মানুষকে চিনতাম, যিনি ৭ বছর একটি মেয়েকে
ভালােবাসার পর প্রতারিত হয়েছিলেন। সেই মেয়েটি এক
কানাডিয়ানকে বিয়ে করে বিদেশের ঝলমলে জীবনের লােভে। শেষ
যেদিন ছেলেটার সাথে ডেটিং করে যায়, তার পরের দিনই মেয়েটির
বিয়ে ছিল! ছেলেটিকে বুঝতেও দেয়নি…
সেই মেয়েটিকে দেখানাের জন্য মানুষটি আরেকটি মেয়েকে বিয়ে
করেন। বড় বাড়ির সুন্দরী কন্যা। কিন্তু সেই মেয়েটিকে কখনাে
ভালােবাসেন নাই তিনি, নিজের স্বার্থেই ব্যবহার করে গেছেন,..
হয়তাে ভেবেছিলেন প্রতিশােধ নিতে পারলে নিজের কষ্টটা কম হয়ে
যাবে!
এবং প্রকৃতি হয়তাে প্রতিশােধ নেয়।
কিছু বছর পর ডিভাের্স নিয়ে প্রথম মেয়েটি দেশে ফিরে আসে, বাচ্চা
সহ। ছেলেটি আবার তার জন্যে পাগল হয়। তীব্র মােহে সংসার
ভেঙে যায়…. কিন্তু প্রথম মেয়েটি আবারাে তাকে প্রতারণা করে
আরেকজনের সাথে চলে যায়!
মানুষটির এরপর আরেকটি মেয়ের সাথে গভীর প্রেম হয়। জীবনের
সব ভুলে সেই মেয়েটিকেই সে সত্যিকারের প্রেম ভেবে নেয়, তাকে
বিয়ে করার জন্যেই জীবন সাজায়। তছনছ হয়ে যাওয়া জীবন নিয়ে
আবারাে স্বপ্ন দেখে। কিন্তু….
এই মেয়েটিও তার সাথে প্রতারণা করে। জানিয়ে দেয় যে স্বামীর
ঘর ছেড়ে সে আর আসবে না!
এবং সেই ছেলেটি মরে যায়, আত্মহত্যা করে।
অদ্ভুত ব্যাপারটা হচ্ছে, যে মেয়ে দুটিকে ছেলেটি
জীবন দিয়ে ভালােবেসেছিল, তারা কেউ তাঁর জন্যে
কাঁদেনি। কেঁদেছিল সেই স্ত্রী, যাকে সে কখনাে
ভালােবাসেনি। আর কেঁদেছিল স্কুল জীবনের সেই
বান্ধবী মেয়েটি, যার ভালােবাসাকে সে কখনাে দেখেও
দেখেনি!
আজ ২০ নভেম্বর, আজ সেই ছেলেটির আর সেই
মেয়েটির বিয়ের দিন। বিয়েটা টিকে থাকলে আজ
তাদের বিয়ের ঠিক ১৩ বছর হয়ে যেতাে!
মাঝে মাঝে মনে হয় এই গল্পটা নিয়ে আমি একটা
উপন্যাস লিখে ফেলি। উপন্যাসের নাম কী হবে ভেবে
পাই না, তাই গল্পটা আমার আর বলা হয়ে ওঠে না….
সিনেমাকেও হার মানায়, এমন একখানা সত্যি গল্প!