পড়াশোনায় মনোযোগ বাড়াবো কি করে?
পড়াশোনায় মনোযোগ বাড়াবো কি করে?
Add Comment
ঘুমিয়ে থাকা মানুষকে জেগে তোলা সহজ। কিন্তু জেগে ঘুমানো মানুষকে তোলা সহজ নয়। আপনি রুটিন তৈরী করতে পারেন। এর কোন বিকল্প নেই। আপনার জমে থাকা পড়াকে ভাগ করে নিন এবং খুব ভালোভাবে রুটিন মেনে চলুন। মোবাইলকে দূরে সরিয়ে দিতে হবে এমন কোন কথা নেই। সেটার জন্যেও সময় আলাদা রাখুন। নিজের জন্যে পড়ুন, জানার জন্যে পড়ুন। ভালো লাগবে। আমাদের আশেপাশে কত কিছুইতো হচ্ছে, আমাদের অজান্তে। তা বোঝার জন্যে পড়ুন। পড়াশোনাকে মনের খোরাক হিসেবে বিশ্বাস করুন, ব্যাপারটা আসলে কিন্তু তাই।