ফরজ নামাজে ভুল হলে কি সহু সিজদা দিলে চলবে নাকি পুনরায় নামাজ পড়তে হবে?
ফরজ নামাজে ভুল হলে কি সহু সিজদা দিলে চলবে নাকি পুনরায় নামাজ পড়তে হবে?
Add Comment
জানার বিষয় হল তার কি ওয়াজিব ছুটছে নাকি ফরজ । ওয়াজিব ছুটলে সাহু সেজদা দিলে নামাজ হয়ে যাবে । আর ফরজ ছুটলে তার নামাজ পুনরায় পড়তে হবে । তবে আরও খেয়াল রাখতে হবে তার ভুল হয়েছে তা কখন মনে পড়েছে যদি তাসাহুদ শেষ হবার পর মনে না থাকে ও সে সালাম ফিরালে পুনরায় নামাজ পড়তে হবে ফরয, ওয়াজিব, সুন্নাত ও নফল যে নামাজই হউক।