ফেসবুকে ছেলে ও মেয়ের চ্যাটিং কি ইসলামী শরিয়তে নিষিদ্ধ?
ইসলাম অনেক আধুনিক একটি ধর্ম হলেও ফেসবুকে নারী পুরুষের কথাবার্তাকে এটি হালালের দৃষ্টিতে দেখে না। এটি এক ধরনের জেনাহ বা ব্যাভিচার।
শেখ আব্দুল্লাহ আল-মুতলাক নামে সৌদি আরবের আলেমে দ্বীন ফতোয়া দিয়েছেন, সামাজিক সাইটগুলোতে অনলাইনে নারী-পুরুষ চ্যাটিং ধর্মীয়ভাবে নিষিদ্ধ এবং এর কারণে তারা পাপে লিপ্ত হতে পারেন। সুতরাং এটা হারাম।
শেখ আব্দুল্লাহ আল-মুতলাক ‘সৌদি কমিটি অব সিনিয়র স্কলার’-এর একজন সদস্য। তিনি বলেন, অনলাইনে সামাজিক সাইটে নারী-পুরুষ চ্যাটিং হারাম ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কঠোরভাবে নিষিদ্ধ।
তিনি স্থানীয় একটি রেডিওর অনুষ্ঠানে বলেন, ‘মেয়েরা যখন ছেলেদের সঙ্গে কথা বলে, সেখানে শয়তান উপস্থিত থাকতে পারে।’
তিনি নারীদের প্রতি আহ্বান জানান, তারা যেন পুরুষদের সঙ্গে কথা না বলেন। আব্দুল্লাহ বলেন, সামাজিক সাইটে নারী-পুরুষ চ্যাটিং যদি নির্দেশনামূলক কিংবা উপদেশও হয়, তাহলেও তা ধর্মীয়ভাবে নিষিদ্ধ এবং গুণাহ। ধন্যবাদ