ফেসবুকে মেসেজ অপশন বন্ধ করার কোনো উপায় আছে কি?
ফেসবুকে মেসেজ অপশন বন্ধ করার কোনো উপায় আছে কি?
Add Comment
বেশি ফ্রেন্ড, বেশি মেসেজ, বেশি বিরক্তি। যাই হোক আপনার এ সমস্যা থেকে পরিত্রাণ পেতে প্রথমে ফেসবুকে লগইন করুন। তারপর Messages open করুন। যার কাছ থেকে মেসেজ পেতে চাচ্ছেন না, Message list থেকে তার কনভার্সেশন সিলেক্ট করুন। উপরে ‘New Message’ option এর পাশে Actions এ ক্লিক করুন। তারপর Block Messages এ ক্লিক করুন। নতুন যে Window আসবে সেটাতেও Block Messages এ ক্লিক করুন। হয়ে গেল। এখন আর সেই ব্যক্তি আপনাকে কোন মেসেজ পাঠাতে পারবেন না। এমনকি ‘Unblock’ না করা পর্যন্ত আপনিও তাকে কোন Message পাঠাতে পারবেন না।