ফেসবুকে সিঙ্গেল নামের আইডি খুলব কীভাবে?
ফেসবুকে সিঙ্গেল নামের আইডি খুলব কীভাবে?
Add Comment
ফেসবুকে সিঙ্গেল নামের আইডি খুলতে চাইলে আপনার দরকার হবে একটি ইন্দোনেশিয়ান প্রোক্সির। ইন্দোনেশিয়ানদের নামের শেষের অংশ বেশ দীর্ঘ হয়ে থাকে। এ কারণে ফেসবুক তাদেরকে শুধুমাত্র ‘ফার্স্ট নেম’ ব্যবহার করে আইডি খোলার সুযোগ প্রদান করে থাকে। ইন্দোনেশিয়ান প্রোক্সি ব্যবহার করলে আপনি ফেসবুকে লগইন করার সময় ফেসবুক সাইটটি বুঝে নেবে যে আপনি ইন্দোনেশিয়া থেকে লগইন করেছেন। তখন আপনিও সিঙ্গেল নামের আইডি খুলতে পারবেন।