ফেসবুক আইডি কেন ব্লক হয়?
ফেসবুক আইডি কেন ব্লক হয়?
যে সব কারণে সাধারণত ফেসবুক আইডি ব্লক হয় তার কয়েকটি তা থেকে উত্তরণের উপায়সহ উল্লেখ করলামঃ
১। পর্ণগ্রাফি থেকে দূরে
থাকুনঃ
ফেসবুকে সম্পূর্ণভাবে পর্ণগ্রাফি সংক্রান্ত
বিষয়বস্তু নিষিদ্ধ। তাই পর্ণগ্রাফি থেকে ১০০০০ হাত
দূরে থাকুন। আপনি ফেসবুকে পর্ণগ্রাফি বিষয়ক ছবি,
ভিডিও শেয়ার করলে এবং ফেসবুক কোনভাবে তা
বুঝলেই আপনার আইডি নিশ্চিন্ত ব্যান! আর
পর্ণগ্রাফি বিষয়ক ফেসবুক পোস্টে যথেস্ট সংখ্যক
ব্যক্তি রিপোর্ট করলে আপনার আইডি ব্যান করে
দিবে ফেসবুক।
২। অশালীন ভাষা ব্যবহার করবেন
নাঃ
ফেসবুকে চ্যাটিং বা কমেন্টে কখনই খারাপ কিংবা
অশালীন ভাষা ব্যবহার করবেন না। আপনার কাছে এই
টপিক গুরুত্বহীন মনে হলেও জেনে রাখুন, অশালীন
মন্তব্য বা ভাষা ব্যবহার ফেসবুক নীতিমালা
বিরোধী। আর আপনি নিশ্চয়ই জানেন ফেসবুক তাঁর
নীতির বিরোধী কোন ইউজারকে বরদাস্ত করে না !
তাই ফেসবুকে অশালীন মন্তব্য করবেন না।
৩। ভুয়া অ্যাকাউন্ট খুলবেন
নাঃ
ভুয়া অ্যাকাউন্ট
আপনি নিশ্চয়ই জানেন ফেসবুক ফেইক অ্যাকাউন্ট বা
ভুয়া অ্যাকাউন্ট সনাক্ত করতে সদা সচেষ্ট। হ্যাঁ,
ফেসবুক কখনই ফেইক অ্যাকাউন্ট বা মিথ্যা তথ্য দিয়ে
তৈরি আইডি কখনই সমর্থন দেয়না। আপনারা কখনও
হয়ত খেয়াল করে দেখেছেন যে, ফেইক অ্যাকাউন্ট
বেশিদিন টিকে না। কথাটা সত্য, ফেসবুক ফেইক
আইডি সনাক্ত করতে পারলেই তা ব্যান করে দেয়।
৪। স্পামিং কে না বলুনঃ
অনেকেই ফেসবুক আইডি খুলে স্পামিং এর জন্য।
ফেসবুক সবসময়ই চায় তাঁর ইউজাররা যাতে নিরাপদ
থাকে। তাই ফেসবুক স্পামিং কেও প্রশ্রয় দেয়না।
অতিরিক্ত স্পামিং করলে আপনি নিশ্চিত থাকুন,
আপনার আইডির আয়ু প্রায় শেষ হয়ে এসেছে। তাই
ফেসবুকে স্পামিং করবেন না।
৫। অতিরিক্ত ফ্রেন্ড রিকোয়েস্ট
পাঠাবেন নাঃ
ফেসবুক চায় ইউজাররা শুধু তাদের চেনা পরিচিত
ফ্রেন্ডদেরকে ফেসবুক ফ্রেন্ড লিস্টে রাখে। কিন্তু
আমরা সাধারণ পাবলিক ঠিক তাঁর উল্টা। আমরা চেনা
অচেনা সবাইকেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই এবং
বন্ধু বানাতে চাই। কিন্তু আপনি লক্ষ্য করে থাকবেন
যে আপনি অতিরিক্ত ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে
ফেসবুক আপনাকে বেশ কয়েকবার সতর্ক করে দেয়।
তারপর কিছুদিনের ফ্রেন্ড রিকোয়েস্ট ব্লক করে এবং
তাতেও আপনি ঠান্ডা না হলে আপনাকে আটকাতে
ফেসবুক একেবারেই আইডি ব্যান করে দেয়।