ফৌজদারী আইনে গুরুতর আঘাত বলতে কি বুঝায়?
ফৌজদারী আইনে গুরুতর আঘাত বলতে কি বুঝায়?
Add Comment
নিম্নোক্ত আট প্রকার আঘাত ফৌজদারী আইনে গুরুতর আঘাত হিসাবে বিবেচিত হবে, যেমনঃ
ক) পুরুষত্বহীন করা।
খ) স্থায়ীভাবে যেকোন চোখের দৃষ্টিশক্তি নষ্ট করা।
গ) স্থায়ীভাবে যেকোন কানের শ্রবণ শক্তি নষ্ট করা।
ঘ) যেকোন অঙ্গ বা গ্রন্থি নষ্ট করা।
ঙ) যেকোন অঙ্গ বা গ্রন্থির স্বাভাবিক কার্যকারিতা নষ্ট করা বা স্থায়ী ক্ষতিসাধন করা।
চ) মাথা বা মুখমণ্ডল স্থায়ীভাবে বিকৃত করা।
ছ) কোন অস্থি বা দাঁত ভেঙ্গে ফেলা বা স্থানচ্যুতি ঘটানো।
জ) এমনভাবে আঘাত করা যার ফলে জীবন বিপন্ন হয় বা আঘাতের ফলে আহত ব্যাক্তি কমপক্ষে ২০ (বিশ) দিন প্রচণ্ড দৈহিক যন্ত্রণা ভোগ করে অথবা স্বাভাবিক কাজ করতে অক্ষম হয়।