ফ্রিতে কিছু উপদেশ দিবেন কি?
ভালো প্রশ্ন। উপদেশ জীবনে কারা চায়? যারা জীবনে কিছু করার চেষ্টা করে।আরে হ্যা, উপদেশ তো দিবই তবে আপনার জন্য কতটুকু গ্ৰহণযোগ্য হবে তা বলতে পারবোনা। নিম্নে দেখো :
- অসহায়কে সাহায্য করো। নিশ্চয় খোদা সাহায্য কারিকে ভালোবাসেন।
 - টাকার অভাব তোমার জীবনে কোন বাঁধাই তৈরী করতে পারবেনা।যদি তোমার স্বপ্ন দেখার সাহস থাকে এবং সেই স্বপ্ন পূরণের জন্য যদি মরতেও রাজি থাকো।
 - জীবনে ভয় পাবেন না। জেনে রাখবে একটা কথা,হয়তো আজকের দিনটা কঠিন,রাত্রে অন্ধকার, কিন্তু তার পরেও সূর্যকে উটতেই হবে।
 - যদি চেষ্টাই না করো তবে কিভাবে জানবে তুমি পারদর্শী না অপারদর্শী।
 - সমস্যা এবং অভিযোগে কখনো হতাশ হবেন না। জেনে রাখবে,সমস্যা এবং অভিযোগ যেখানে থাকে বেশি সেখানে সুযোগ থাকে তার চেয়ে বেশি।
 - অন্যকে পরিবর্তন করার পূর্বে নিজেকে পরিবর্তন করো।
 - অন্যের দোষ নিয়ে চর্চা করার পূর্বে নিজের মধ্যে এই দোষ আছে কি, না জানার চেষ্টা করো।
 - নজোয়ানদের সাহায্য করুন। ছোটদের শিক্ষিত করুন।কারণ ছোটরা একদিন বড়ো হবে।তারা তোমার বপন করা বীজ ধরে রাখবে।আর তারা যখন বড়ো হবে তারা এই পৃথিবীকে বদলে দিবে।
 - আপনার সবথেকে বড় সম্পদ হল ধৈর্য। তাই ধৈর্য ধরতে শিখুন।
 - যতক্ষন লেগে থাকবেন ততক্ষণ আপনার জেতার সম্ভাবনা রয়েছে। তাই হাল ছাড়বেন না।বিরক্ত হয়ে হাল ছেড়ে দেওয়াই হলো সবচেয়ে বড় পরাজয়।
 - হারলে হতাশ হবেন না। না হারলে বুঝতেই পারবে না জিতার মূল্য কি?
 - নিজের মধ্যে শুধু ‘striker’ এর গুনাবলী নয় ‘defence’ এর ও গুনাবলী থাকা প্রয়োজন।
 - টাকা নিয়ে অহংকার করবেন না।মনে রাখবেন একটি কথা, টাকা দুদিনের কিন্তু ব্যবহারটা চিরদিনের।
 - তুমি কি বলেছো সেটা পৃথীবি মনে রাখবে না। কিন্তু তোমার কাজকে চীরদিনই মনে রাখবে।
 - জীবনে যা কিছু উন্নত করবে_
 
- মনকে উন্নত করো।
 - দেশ এবং ভাষার উন্নতি করো।
 - সংস্কৃতিকে উন্নতি করো।
 - নিতীকে উন্নতি করো। এবং
 - জ্ঞানের উন্নতি করো।
 
- নিজের সৌন্দর্য নিয়ে গর্ব করো না। জেনে রাখবে, ফুলের সৌরভ মানুষের গৌরব চীরদিন থাকে না।
 
(ভালো লাগলে আপভোট দিয়ে মঞ্চ ও লেখককে অনুসরণ করে সাথে থাকুন।) এরকম আরও কথা চাইলে প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ।