ফ্রীল্যান্সিং এবং আউটসোর্সিং কি আলাদা? কেন?
ফ্রীল্যান্সিং এবং আউটসোর্সিং কি আলাদা? কেন?
Add Comment
আউটসোর্সিং হলো যখন কোনো কোম্পানি বা কেউ তাদের কোনো কাজ বাইরের কাউকে দিয়ে করে। এই আউটসোর্সিং টা আরেকটা কোম্পানি কে দিতে পারে, অথবা কোনো ফ্রীল্যান্সার কে দিতে পারে।
একজন ফ্রীল্যান্সার এইসব আউটসরস করা প্রজেক্ট খুঁজে কাজ করে, তার প্রজেক্ট এর চুক্তি ভিত্তিতে তার সময় এবং আয় হয়। সে কোনো কোম্পানি বা সংস্থার সাথে জড়িত থাকে না তাই কোনো বেতন বা নির্ধারিত সময়র ভিতরে পড়তে হয় না।
এইটাই হলো পার্থক্য, এখন কেন তা কেমনে বলব? শব্দগুলার মানেই তা বুঝায়। এখন চেয়ার কেন টেবিল না, তা তো বলা মুশকিল।