ফ্রীল্যান্সিং এ কাজ করতে হলে কি কি কাজ জানা থাকলে ভাল সেলারি পাওয়া সম্ভব ?
ফ্রীল্যান্সিং এ কাজ করতে হলে কি কি কাজ জানা থাকলে ভাল সেলারি পাওয়া সম্ভব ?
ফ্রিল্যান্সিং করতে চাইলে আপনি যে কাজটি সহজে শিখে নিতে পারবেন বা যে বিষয়ে আপনার বেসিক নলেজ ভালো সে বিষয়ে কাজ করতে পারেন। ধরা যাক একজন ইঞ্জিনিয়ার যে কাজ করে সে কাজ তো আপনি দু এক মাসের ট্রেনিংয়ে শিখে ফ্যিল্যান্সিং করতে পারবেন না। সেটা যতই ভালো সেলারির কাজ হোক না কেন। কারন এর জন্য যে স্কিল এর দরকার তা এতো দ্রুত আয়ত্ত্ব করা সম্ভব নয়। তাই আগে নিজেকে প্রশ্ন করুন কোন ধরনের কাজ করতে আপনার ভালো লাগে বা কোন ধরনের কাজ দ্রুত শিখে কাজ শুরু করা যেতে পারে। উদাহরণ হিসাবে বলা যেতে পারে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর কাজ। এটি শিখতে খুব বেশি স্কিল এর প্রয়োজন হয় না। কিন্তু কাজটি দ্রুত শিখে ফ্রিল্যান্সিং শুরু করা যায়। শিখতে পারেন ক্রিয়েটিভ ডিজাইন এর কাজ।
নিজে যখন বুঝবেন একটি বিষয়ে আপনি পারদর্শিতা অর্জন করেছেন কেবল তখনই ফ্রিল্যান্সিং এর জন্য কাজ নিতে পারবেন। দক্ষতা অর্জন না করে ভাসাভাসা জ্ঞান নিয়ে ফ্রিল্যান্সিং শুরু করে অনেকে মাঝপথে হতাশ হয়ে হাল ছেড়ে দেয়। তাই আগে নিজের যোগ্যতা অনুযায়ী কাজ শিখুন তারপর শুরু করুন ফ্রিল্যান্সিং।