বইয়ের ভেতরে হওয়া পোকা তাড়াবো কী করে?
আমার অনেক বই রয়েছে। সেগুলো আমি তাকে সাজিয়ে রেখেছি। কিন্তু সমস্যা হল কিছু বইয়ের পোকা আমার সব বইগুলোকে নষ্ট করে ফেলছে। আমি এই বইয়ের পোকাগুলোকে কীভাবে তাড়াতে পারি?
বই অনেকদিন ব্যবহারে না থাকলে বইয়ে পোকা বসবাস করতে শুরু করে। পোকাগুলো বইয়ের পাতা কাটতেও শুরু করে। এই পোকাগুলো তাড়াতে যা যা করতে পারেন :
– বইয়ের তাক কাচ বা কাঠের পাল্লা দিয়ে ঢাকার ব্যবস্থা করুন।
– অন্তত দুই সপ্তাহে একবার বুকসেলফ ও বইগুলো পরিস্কার করুন।
– বইয়ের কোণে কোণে নেপথলিন গুড়ো করে দিন। এতে পোকার আক্রমণ কমবে। তবে উইপোকা হলে শেলফটি থেকে বই সরিয়ে ভালোভাবে ঝাড়ুন। করুন। ভালোমত ধুলো ঝেড়ে বইগুলোর সামনে পিছনে পরিষ্কার শুকনা কাপড় দিয়ে মুছে রাখুন।
– খাওয়ার সময় কখনোই বই পড়বেন না। কারণ খাবার লেগেও বইয়ে পোকার সৃষ্টি করতে পারে।
– কাঠের তৈরি বুক শেলফ ব্যবহার করুন।
এছাড়া :
যত্নে থাকুক প্রিয় বই : যতই সবাই বলুক না কেন উন্নত প্রযুক্তির আগমনে বই এর আবেদন নাকি কমে যাচ্ছে দিনকে দিন- বই বিক্রি এবং নিত্য নতুন বই এর প্রকাশনার ধুম দেখলে এটা বিশ্বাস হয় না।
বাড়ুক বইয়ের আয়ু : বই হচ্ছে মানুষের একমাত্র নিঃস্বার্থ বন্ধু। বইয়ের সাথে বন্ধুত্ব মানুষকে করে তোলে সমৃদ্ধ। শুধু জ্ঞানে নয়, গুণেও! এটা শুধু শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যবইয়ের ক্ষেত্রে প্রযোজ্য নয়, যেকোনো ধরনের বই আপনাকে কিছু না কিছু শেখাতে পারে। বই পড়ুয়াদের কাছে বই হচ্ছে আনন্দের উত্স। একটা বইও নেই এমন বাড়ি বোধহয় খুঁজে পাওয়া যাবে না। কারো কারো বাড়িতে তো ব্যক্তিগত বা পারিবারিক লাইব্রেরিও থাকে। সহজেই পাওয়া যায় এবং পড়ার সুবিধার কারণে ই-বুকও এখন বেশ জনপ্রিয়। তবে প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, ছাপা বইয়ের আবেদন কমেনি একবিন্দুও!