বই বড় নাকি বউ বড়?
বই এবং বউ দুটা দুই রকম দুনিয়া। যার কাছে যেটা ভালো লাগবে, তার কাছে সেই দুনিয়া বড় হবে। আমার কাছে দুটাই সমান। আমি দুজনকেই সমান সময় দেই। কারন জীবনে এই দুজনকে অবহেলা করলে কপালে দুঃখ কষ্ট লেগে যায়। তবে বউ এর থেকে বই ভালো। বউ ঘ্যানঘ্যান করতে থাকবেই। মন মেজাজ খারাপ করে দিবে। অথচ বই একমাত্র বন্ধু সে আনন্দ দিবে। জ্ঞান দিবে। কটু কথা বলবে না। সহজ সরল ভাবে একটা কথা বলি- বউয়ের চেয়ে বই ভালো।