বড় বড় বিজ্ঞানীগণ কেন আল্লাহর অস্তিত্বকে স্বীকার করেন না?

    বড় বড় বিজ্ঞানীগণ কেন আল্লাহর অস্তিত্বকে স্বীকার করেন না?

    Add Comment
    1 Answer(s)

      না বুঝে, বই মুখস্ত করে পরীক্ষায় নম্বর পাওয়া এক জিনিস। আর ভালোভাবে বুঝে জ্ঞান অর্জন করা আরেক জিনিস। বিজ্ঞানী হতে হবে না – স্কুল সমমানের বিজ্ঞান ভালোভাবে বুঝলেই একজন মানুষ সৃষ্টিকর্তার অস্তিত্ব স্বীকার করবে। হতে পারে সে অন্য ধর্ম বিশ্বাস করতে পারে। আমরা আল্লাহকে সৃষ্টিকর্তা মানি, সেই লোকটি হয়তো অন্য কোন ঈশ্বর বা দেবতাকে সৃষ্টিকর্তা মানবে। বিজ্ঞান সামান্য জানলেই একজন মানুষ সৃষ্টিকর্তার অস্তিত্ব স্বীকার করবে। বিজ্ঞানী হলে তো কথাই নেই, সে দৃঢ়ভাবে সৃষ্টিকর্তাকে মানবে।

      এখন জানুন – বিজ্ঞানী কে বা কারা? বিজ্ঞানী হলেন সেই ব্যক্তি, যে নতুন কোন আবিষ্কার বা জ্ঞান দিয়ে বিজ্ঞানকে সমৃদ্ধ করে। স্টিভ জবস আই-ফোন বানিয়েছে, বিল গেটস উইন্ডোজ বানিয়েছে, জুকারবার্গ ফেসবুক বানিয়েছে – এরা কেউই বিজ্ঞানী নয়। এরা হলেন বিজ্ঞান ব্যবসায়ী। বিজ্ঞানী হলেন Jonas Salk, যিনি পোলিও টিকা আবিস্কার করে, সেটা পেটেন্ট (কপি রাইট) না করে, সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন। এ কারনে পোলিও টিকা এত কমদামে পাওয়া যায়। পুরো পৃথিবী একটি রোগ থেকে রক্ষা পেয়ে গেছে। বিজ্ঞানী হলেন জগদীশচন্দ্র যিনি আবিষ্কার করেছেন, গাছের প্রাণ আছে। সেরা বিজ্ঞানী নিউটনের কথা করো অজানা নেই।

      দুনিয়ার সকল বিজ্ঞানী সৃষ্টিকর্তাকে মানে। বিজ্ঞানী যে কোন ধর্মের হতে পারে। তবে, বিজ্ঞানী কোনদিন নাস্তিক হয় না। নস্তিকেরা প্রায়ই একটি লোকের উদাহরণ দিয়ে থাকে। লোকটি হল – Stephen Hawking । এই লোকটি আসলে কোন বিজ্ঞানী নয়। সে হল উচ্চ শিক্ষিত, ডিগ্রিধারী লোক । Stephen Hawking কোন বিজ্ঞানী নয়। তিনি যে বিষয়ে ডিগ্রিধারী সেটা হল- Theoritical physics. এটা কি জিনিস, নাস্তিক ভক্তরা তা জানে না। Theoritical physics হল পদার্থবিদ্যার এমন একটি শাখা যেটা নিয়ে আলোচনা করা যায়, ধারনা দেওয়া যায়, বিতর্ক করা যায়। তবে পরীক্ষা নিরীক্ষা করা যায় না, প্রমান করা যায় না। যেমন – ব্ল্যাক হোল এর মধ্যে পড়ে গেলে কি হবে। আলোর চেয়ে দ্রুতগতিতে ভ্রমণ করলে কি হবে। সূর্য নিভে গেলে কি হবে। সময়কে কিভাবে আটকে দেওয়া যায়, ইত্যাদি। এসব নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা যায় না, প্রমান করা যায় না, শুধু কথা বলা যায়, ধারনা দেওয়া যায় । হ্যা, নাস্তিকদের আদর্শ Stephen Hawking সেই বিজ্ঞান এর ডিগ্রিধারী যেটার কোন প্রমান নেই, শুধু ধারনা আছে । এই লোকটি বিশ্ববিখ্যাত হয়েছে দুটি কারনে। এক, অসুস্থতার জন্য প্রতিবন্ধী হয়ে গিয়েছিলেন। তার পরেও তিনি স্বাভাবিক জীবন চালিয়ে গেছেন। বিশ্ববিদ্যালয় শিক্ষকতা করতেন। দুই, তিনি নাস্তিকতার পক্ষে অনেক বক্তব্য দিয়েছেন।

      এতকিছু না বুঝে, এক কথায় বুঝতে চান? হিরো আলম যেমন নায়ক, Stephen Hawking ঠিক তেমন বিজ্ঞানী। কোন প্রকৃত বিজ্ঞানীর চৌদ্দ গুস্টিতে কোন নাস্তিক থাকে না।

      Professor Answered on December 20, 2023.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.