বন্দী প্রদর্শন রীট কি?
Habeas corpus কথাটির অর্থ হল ‘have his body’ অর্থাৎ ‘to have his body before the court’ বন্দী ব্যাক্তিকে স্বশরীরে আদালতে হাজির করা। সংবিধানের ১০২ অনুচ্ছেদ প্রদত্ত ক্ষমতা বলে হাইকোর্ট এই রীট জারী করে। কোন ব্যাক্তিকে সরকার বা অন্য কেউ আটক করলে কি কারনে তাকে আটক করা হয়েছে তা জানার জন্য হাইকোর্ট বন্দী ব্যাক্তিকে আদালতে হাজির করার জন্য নির্দেশ প্রদান করেন তাকে বন্দী প্রদর্শন রীট বলে। বৈধ কারণ ছাড়া আটকে বাধা দান তথা ব্যাক্তি স্বাধীনতাকে নিশ্চিত করার জন্য এই রীট জারী করা হয়। আইনসংগতভাবে সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করা না হলে আদালত এই রীটের মাধ্যমে বন্দীকে মুক্তির নির্দেশ দিতে পারেন।
ফৌজদারি কার্যবিধির ১০০ ধারায় ও বন্দী ব্যাক্তির তাল্লাশির কথা বলা আছে।
ধারা ১০০ বেআইনীভাবে আটক ব্যক্তির জন্য তল্লাশিঃ
যখন কোন মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা উপজেলা ম্যাজিস্ট্রেটের এইরূপ বিশ্বাস করবার কারণ ঘটে যে, কোন ব্যক্তিকে এমন পরিস্থিতিতে আটক রাখা হয়েছে যাতে আটক রাখা অপরাধে পরিণত হয়। তখন তিনি তল্লাশি পরোয়ানা প্রদান করতে পারেন এবং যার প্রতি পরোয়ানা নির্দেশিত হবে, তিনি পরোয়ানা অনুসারে উক্ত আটক ব্যক্তির জন্য তল্লাশি করতে পারবেন এবং উক্ত ব্যক্তিকে যদি পাওয়া যায়, তা হলে অবিলম্বে তাকে কোন ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে হবে, এবং তিনি ঘটনার পরিস্থিতি অনুসারে উপযুক্ত আদেশ দিবেন।