বন্ধুদের মধ্যে সবার প্রিয় হয়ে ওঠা যায় কিভাবে?
বন্ধুদের মধ্যে সবার প্রিয় হয়ে ওঠা যায় কিভাবে?
Add Comment
- প্রথম বিষয় হচ্ছে বেশি বেশি বন্ধুদের নাম ধরে সম্বোধন করুন।
- বন্ধুদের পেছনে টাকা ঢালুন।যতবেশি টাকা ঢালতে পারবেন,তত বেশি জনপ্রিয় হবেন।
- পার্সোনালিটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়।এমন কিছু করবেন না,যাতে বন্ধুদের হাসির পাত্র হতে হয়।
- মজা করবেন,আনন্দ করবেন,সবই ঠিক আছে;কিন্তু তা সত্বেও হিসাব-নিকাশ করে কথা বলতে হবে।
- বন্ধুদের একজনের কথা আরেকজনের কাছে গিয়ে বলবেন না।
- বন্ধুদের সাথে সর্বোপরি উদারতা প্রদর্শন করুন।
- বিপদেই বন্ধুর পরিচয়।কাজেই বন্ধু বিপদগ্রস্ত হলে তাকে কখনো একা ফেলে দিবেন না।
- বিশেষ দিনগুলো বন্ধুদের সাথে উদযাপন করুন।
- বিভিন্ন পার্টির আয়োজন করতে পারেন।বিশেষ করে বার্থডেতে বন্ধুদের উইশ করতে ভুলবেন না।চেষ্টা করবেন বন্ধুদের বার্থডে পার্টিতে অংশগ্রহণ করতে।
- বন্ধুমহলে জনপ্রিয় হতে হলে কথা জানতে হয়;কিছুটা হাসি ঠাট্টা করতে জানতে হয়।
- সর্বোপরি জ্ঞান অর্জনের কোন বিকল্প নেই।আপনি যত বেশি স্মার্ট এবং আধুনিক হবেন;আপনার সাথে মানুষ ততবেশি মিশতে চাইবে।