বন্ধু্ত্ব থেকে বিয়ে হওয়া কি ঠিক?
বন্ধু্ত্ব থেকে বিয়ে হওয়া কি ঠিক?
Add Comment
স্বামী-স্ত্রীর মধ্যে বন্ধুত্ব থাকাটা আনন্দময় সংসার জীবনের অন্যতম বুনিয়াদ। সেই সাথে ভালোবাসা, পারস্পরিক সমঝোতা, আস্থা, বিশ্বাস, সততা, শ্রদ্ধা, সম্মানও থাকতে হবে। সেই সাথে থাকতে হবে আদর্শ ও নীতিগত মিল। সব যদি থাকে তাহলে বন্ধুত্ব থেকে প্রেম আর প্রেম থেকে বিয়ে অবশ্যই ঠিক। কিন্তু বন্ধুত্ব আছে কিন্তু আদর্শের মিল নেই বা শ্রদ্ধা নেই, ডোমিনেটিং মনোভাব, আস্থা/বিশ্বাসের অভাব, সন্দেহপ্রবণতা, বিপদকে একসাথে ফেস না করা- এসব থাকলে বিয়ে পর্যন্ত না এগোনোই ভালো।