বয়সের সাথে সাথে মানুষের চিন্তাধারা পাল্টে যাওয়ার কারণ কী?
বয়সের সাথে সাথে মানুষের চিন্তাধারা পাল্টে যাওয়ার কারণ কী?
একদম ছোটোবেলার কথা বলি। তখন আমার কাজ ছিলো স্কুলে যাওয়া, খাওয়া-দাওয়া করা,ঘুমানো, বিকেলে খেলতে যাওয়া, আর রাতে পড়া মুখস্থ করা। এর বাহিরে কিছু করতে হতো না, বুঝতামও না। কতো সুন্দর জীবন ছিলো সেটা! কোনো জটিলতা, দুঃখ-কষ্ট ছিলো না।
যাইহোক, বড় হতে লাগলাম সাথে অনেককিছু বুঝতে শিখলাম। ১৭ এর সাথে ৭ যোগ করতে গিয়ে মাথায় হাত দিয়ে বসে যাওয়া ছেলেটা বয়স বাড়ার সাথে সাথে অনেক মারপ্যাঁচের অসীম ধারা, দ্বিপদী বিস্তৃতির অঙ্ক কষতে শিখে গেল! বিপরীত লিঙ্গের প্রতি ভালোলাগা আসলো । ঠকতে শিখলাম এবং ঠকাতে শিখলাম। পৃথিবীতে কাউকে স্বার্থ ছাড়া পাশে পাওয়া যায় না তা বুঝলাম। বাহিরের মানুষের সামনে চুপচাপ থেকে ভদ্র হতে হয় তা জানলাম। “কেমন আছো?” এর উত্তরে “ভালো আছি” বলতে হয় জানলাম। আরো কতো কি!
এইতো! এভাবেই প্রতিনিয়ত পৃথিবীর কাছ থেকে শিখছি,জানছি,বুঝছি। মানুষ যত বড় হয় তাদের মধ্যে তত ম্যাচিউরিটি আসে একারণেই। বড় হওয়ার সাথে সবাই তাদের আশেপাশের বদলে যাওয়া দেখে। তারা বুঝতে পারে “আমার সাথে আসলেই চাঁদ হাঁটে না”। এভাবেই ধীরে ধীরে তাদের দৃষ্টিকোণ বদলায়। একারণেই চিন্তাধারা বদলায়।