বয়স যত বাড়ছে, কোন বিষয়গুলি আপনি ততো বেশি অনুধাবন করছেন?
বয়স যত বাড়ছে, কোন বিষয়গুলি আপনি ততো বেশি অনুধাবন করছেন?
Add Comment
- প্রতিজ্ঞা করেছি জীবনে কখনো সেকেন্ড হ্যান্ড জিনিস কিনবো না।
- প্রতিজ্ঞা করেছি কাউকে জোর করে কিছু খাওয়াবো না।
- প্রতিজ্ঞা করেছি কাউকে জোর করে সহযোগিতা করতে যাবো না।
- প্রতিজ্ঞা করেছি কারো প্রতি অতি উৎসাহ দেখাবো না।
- প্রতিজ্ঞা করেছি কাউকে কোন কিছুতে জোর করব না।
- প্রতিজ্ঞা করেছি কখনো সস্তা জিনিসে প্রলুব্ধ হবো না।
- প্রতিজ্ঞা করেছি দাম বেশি হলেও ব্র্যান্ডের জিনিসই কিনবো;তারপরও যদু,মধু ও কদু জাতীয় কিছু কিনবো না।
- প্রতিজ্ঞা করেছি ভালোবাসাকে কখনো সীমাবদ্ধ করে ফেলব না।
- প্রতিজ্ঞা করেছি আবেগের গাঙে আর কখনো পানি ঢালবো না।
- প্রতিজ্ঞা করেছি কারো মিষ্টি ও মন ভোলানো কথার ফাঁদে পা বাড়াবো না।
- প্রতিজ্ঞা করেছি কারো কাছ থেকে কিছু চাইবো না।