বর্তমানে সবচেয়ে ভালোমানের মডেম কোনটি?
বর্তমানে সবচেয়ে ভালোমানের মডেম কোনটি?
Add Comment
ভালোমানের মডেম ব্যাপারটা পরিষ্কার না। সম্ভবত আপনি মডেম দিয়ে ইন্টারনেট ব্যবহার করতে চান। সেক্ষেত্রে আপনি গ্রামীণফোন, টেলিটক এসব কোম্পানির 3G ইন্টারনেট সংযোগ ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি যদি ঢাকা বা তার আশেপাশের ব্যবহারকারী হন, তাহলে Banglalion বা Qubee সংযোগও আপনি ব্যবহার করতে পারবেন। তবে আগে নিশ্চিত হয়ে নিন আপনার এলাকায় এসব কোম্পানীর নেটওয়ার্ক কাভারেজ কেমন। ভালো নেটওয়ার্ক কাভারেজ না থাকলে ইন্টারনেট ব্যবহার করা দুরূহ হয়ে পড়বে।