বর্তমান সময়ে কোন একটা দক্ষতা সবার জানা থাকা দরকার এবং কেন?

    বর্তমান সময়ে কোন একটা দক্ষতা সবার জানা থাকা দরকার এবং কেন?

    Add Comment
    1 Answer(s)

      লাইফ লং লার্নি (Life-long Learning) বা জীবনব্যাপী জ্ঞান অর্জন করা। প্রাতিষ্ঠানিক পড়ালেখার পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক পড়ালেখা করা। প্রাতিষ্ঠানিক পড়ালেখা শেষ হওয়ার পরও জ্ঞান অর্জন করে যাওয়া। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত জ্ঞানের তৃষ্ণায় তৃষ্ণার্ত থাকা।

      লাইফ লং লার্নিং হবে পরবর্তী যুগের নাম্বার ওয়ান স্কিল। এডুকেশন ফিল্ডে যারা থাকবে তারা ভবিষ্যতে বিলিয়নিয়ার থাকবে। তাদের চাকরির পিছনে ছুটতে হবে না। তারা তাদের শখের কাজ করে লাখ লাখ টাকা উপার্জন করবে। তাও আবার ঘরে বসে।

      এখন এই লাইফ লং লার্নিং টা আপনি কীভাবে অর্জন করবেন?

      বই পড়ে, কোর্স করে, ভ্রমণ করে, টেকনোলজির সাথে নিজেকে আপডেট রেখে।

      কিন্তু অনেকের মনে প্রশ্ন জাগে যে ‘আমার কাছে তো এত টাকা নেই আমি কোর্স কীভাবে করব, বই কীভাবে কিনব!’

      বিশ্বাস করেন আপনাদের এসব প্রশ্ন শোনে আমার ভীষণ খারাপ লাগে।

      আচ্ছা এখন বই কীভাবে কিনবেন বা পড়বেন সে বিষয়ে বলি।

      আচ্ছা আপনার সপ্তাহে হাত খরচ কত? একটু হিসেব করেন তো মনে মনে।

      প্রতিদিন যদি ৩০ টাকা হাত খরচ হয় তাহলে সাত দিনে ২১০ টাকা। এখন আপনি যদি এই টাকাগুলো জমিয়ে ২১০ টাকা দিয়ে একটা বই কিনে পড়েন তাহলে কি তা আপনার জন্য ভালো হবে না! নাকি রেস্টুরেন্টে বার্গার, কিংবা দোকানে কফি খেয়ে সে টাকা খরচ করলে ভালো হবে!

      উত্তর দেন তো!

      আমি বাংলাদেশের একটা ভালো প্রাইভেট ইউনিভার্সিটতে পড়ি। লক্ষ লক্ষ টাকা খরচ করে। বাসা থেকে আমাকে প্রতি মাসে ৩ হাজার টাকা দেয় হাত খরচের। বিশ্বাস করেন আমি সে টাকার দুইভাগ মানে ২ হাজার টাকার বই কিনি প্রতি মাসে। আর ৫০০ টাকা দিয়ে একটা কোর্স কিনি। আর বাকি ৫০০ টাকা হাতে রাখি।

      এখন আপনি যদি আপনার হাত খরচের টাকা দিয়ে প্রতি সপ্তাহে ১টা করে বই কিনেন তাহলে কি সেটা আপনার টাকার অপচয় হবে। উত্তর দেন তো! উত্তর দেয়া লাগবে আপনার!

      আমার ভীষণ কষ্ট লাগে যখন কেউ আমাকে বলে ভাইয়া টাকার জন্য বই কিনে পড়তে পারি না। আসলে ভাই আপনার বই পড়ার কোনো ইচ্ছা নাই। আপনাদের জন্য খুব মায়া হয় আমার, খানিকটা কষ্টও হয়। খানিকটা না ভীষণ কষ্ট হয়।

      এখন কোর্স বা অনলাইন স্কিল নিয়ে কথা বলি।

      সফট স্কিল আর হার্ড স্কিল দুই ধরনের স্কিল অর্জন করা লাগবে আপনার।

      সফট স্কিল হচ্ছে যেগুলো আপনার জীবনযাপনের জন্য প্রয়োজনীয়। যেমনঃ লিডারশীপ স্কিল, কমিউনিকেশ স্কিল, টাইম ম্যানেজমেন্ট স্কিল। আর হার্ড স্কিল হচ্ছে আপনার একাডেমিক বা সফটওয়্যার স্কিল। যেমনঃ মাইক্রোসফট এক্সেল, পাওয়ারপয়েন্ট, কোডিও, ডিজিটাল মার্কেটিং।

      এখন আপনি আবার বলবেন। ভাইয়া কোর্স করতে তো টাকার প্রয়োজন। আমার তো এত টাকা নেই। আমার কোর্স করার ইচ্ছা ছিল। কিন্তু টাকার জন্য করতে পারছি না। আসলে ভাই আপনার কোর্স বা স্কিল শেখার কোনো ইচ্ছাই নেই।

      যদি ইচ্ছা থাকতো তাহলে ফ্রি সোর্সের ব্যবস্থা করে ফেলতেন গুগল করে। আচ্ছা আপনাদের গুগল করতেও সমস্যা। গুগল করেও নাকি আপনারা ফ্রি সোর্স খুঁজে পান না।

      আচ্ছা আমি বলছি কীভাবে যেকোনো স্কিল ফ্রি তে করতে পারবেন এবং কোর্স করে সার্টিফিকেটও পাবেন।

      আমার সবচেয়ে পছন্দের জায়গা হলো কোর্সেরা। কোর্সেরা থেকে পৃথিবীর যেকোনো স্কিল পৃথিবীর সেরা সেরা প্রফেসরদের কাছ থেকে শিখতে পারবেন। তবে কোর্সেরা তে সব কোর্স ফ্রি তে করা যায় না। ফ্রি তে করার জন্য Financial Aid এর জন্য আবেদন করতে হয়।

      এখন আবেদন কীভাবে করবেন। কোরাতে কোর্সেরা থেকে কীভাবে যেকোনো কোর্স ফ্রি তা করা যায় সে বিষয়ে আমার একটা উত্তর লেখা আছে। পড়ে নিয়েন।

      আর বাংলায় ভাষায় কোর্স করতে চাইলে সবচেয়ে ভালো মাধ্যম হলো টেন মিনিট স্কুল, বহুব্রীহি। টেন মিনিট স্কুলে ১৩ টা ফ্রি কোর্স আছে আর বহুব্রীহিতে ১১ টার উপরে ফ্রি কোর্স আছে। যে কোর্সগুলো সবার জন্য প্রয়োজনীয়।

      আর যারা ইংরেজি ভয় পান তাদের বলছি। কোর্স করতে করতে আর বই পড়তে পড়তে আপনি ইংরেজিতে অভ্যস্ত হইয়ে যাবেন। কিন্তু যদি ভয়কে মোকাবেলা না করেন তবে ভাই আপনাকে দিয়ে জীবনেও ইংরেজি শেখা হবে। বুড়া বয়সে এসে বলেবেন ইংরেজিটা শেখা প্রয়োজন!

      অনেক বকবক করলাম। এই লেখায় ক্ষোভ প্রকাশ করলাম। কারণ বাংলাদেশে অনেক ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীর সাথে আমার কথা হয়। কথা বলে যা বুঝতে পারলাম তা হচ্ছে, আমাদের নতুন স্কিল শেখার প্রতি কোনো আগ্রহ নেই, বিন্দুমাত্র আগ্রহ নেই। আফসোস হয় আফসোস।

      এখন যে টাকা খরচ করে বই কিনে পড়বেন, কোর্স কিনে করবেন তা আপনার অপচয় না ভাই। এগুলো হচ্ছে আপনার ভবিষ্যত জীবনের জন্য ইনভেস্টমেন্ট। শেয়ার বাজারে ইনভেস্ট করলে লসের ঝুঁকি থাকে কিন্তু নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য ইনভেস্ট করলে পুরোটাই লাভ। লস নেই কোনো।

      হ্যাপি রিডিং 📚

      Professor Answered on May 14, 2024.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.