বর্ষাকালে কী ধরনের রোগের সংক্রমণ বেশি হয়ে থাকে?
বর্ষাকালে যেহেতু বৃষ্টি এবং পানির সাথে সম্পর্ক তাই এসময় পানিবাহিত রোগগুলো দিয়ে বেশি আক্রান্ত হতে দেখা যায়৷ যেমন ডায়রিয়া, আমাশয় জন্ডিস, টাইফয়েড। এছাড়া ময়লা নোংরা পানির সংস্পর্শে চর্মরোগ এবং বৃষ্টিতে ভিজে সর্দি কাশি জ্বর শ্বাসকষ্ট রোগ হতে পারে৷ এছাড়াও এসময় নালা নর্দমার ময়লা পানির কারনে মশার প্রাদুর্ভাব বেড়ে যায় ফলে ডেঙ্গু ম্যালারিয়াও হয়ে থাকে৷
সতর্কতা :
এ সময়ে অনেক বেশি সতর্কতা অবলম্বন করা উচিত। এক্ষেত্রে বিশুদ্ধ খাবার পানি পান করুন অথবা পানি ফুটিয়ে পান করুন, খাবার আগে হাত ভাল করে সাবান দিয়ে ধুয়ে নিন, যেখানে সেখানে আবর্জনা ফেলা এবং মলত্যাগ হতে বিরত থাকুন, সর্দি জ্বর হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন, গোসল এবং খাবার বাটিও পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন, শাক সবজি রান্নার আগে ভালো করে পরিষ্কার করে নিন, নালা নর্দমা আবর্জনা দিয়ে আটকে না দিয়ে তা পরিষ্কার রাখতে পাড়া প্রতিবেশিদের সচেতন করুন, মশার আবাসস্থল ধংস করুন। ধন্যবাদ
লিখেছেন :
ডাঃ শুভ বড়ুয়া
এমবিবিএস, আল্ট্রাসনোলজিস্ট
ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ