বসন্ত বা পক্সের দাগ দূর করতে কোন ঔষধ ব্যবহার করব?
বসন্ত বা পক্সের দাগ দূর করতে কোন ঔষধ ব্যবহার করব?
Add Comment
চিকেন পক্সের সাধারণত কোন দাগ থাকে না। যদি সেখানে বড় গর্ত না হয়ে যায়, আপনি ধৈর্য সহকারে ক্ষতস্হান শুকাতে দিন। এই সময় শরীর চুলকায়। সেক্ষেত্রে আপনি পরিস্কার পানি দিয়ে ভালভাবে গোসল করে পভিসেপ ক্রিম লাগাবেন। আর ডাঃ এর দেয়া মেডিসিন তো খাবেনই। দাগ দ্রুত চলে যায় এমন কোনো মলম দেবেন না। এসব মলমে স্টেরয়েড থাকে, যা ভাইরাস ইনফেক্টেড চামড়ায় ব্যবহার না করাই ভাল।
সুলতানা পারভীন
উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার
পাবনা সদর ,পাবনা।