বাংলাদেশের প্রথম ডিজিটাল “শিশুতোষ” চলচ্চিত্রের নাম কি ?
বাংলাদেশের প্রথম ডিজিটাল “শিশুতোষ” চলচ্চিত্রের নাম কি ?
Add Comment
বাংলাদেশের প্রথম ডিজিটাল শিশুতোষ চলচ্চিত্রের নাম ‘দূরবীন’। জাফর ফিরোজের পরিচালনায় এতে অংশ নেয় রাজধানী ঢাকার সুপরিচিত থিয়েটার “অনুপম সাংস্কৃতিক সংসদের” একজাক শিল্পীবৃন্ধসহ আরো অনেকে। দূরবীনের প্রি-প্রোডাশনের কাজ শুরু হয় ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে। তার পরের বছর মানে ২০০৯ সালের ৬ ফেব্রয়ারি সকাল ১১টায় ক্যামেরা অন হওয়ার মাধ্যমে ছবিটি প্রোডাকশনে চলে যায়। পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ হয় অক্টোবরে। আর ডিস্ট্রিবিউশন শুরু হয় অক্টোবরেরই ২৯ তারিখে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে শুভ উদ্বোধনের মাধ্যমে।
ছবি:- ঢাকা সিটির স্টার সিনেপ্লেক্সে শুভ উদ্বোধন(দূরবীন)