বাংলাদেশের প্রাচীন জনপদ কোনটি?
বাংলাদেশের প্রাচীন জনপদ কোনটি?
বাংলাদেশের সবচেয়ে প্রচীন জনপদ হল: পুণ্ড্রবর্ধন
বলা হয় যে, ‘পুন্ড্রু’ বলে এক জাতি এ জনপদ গড়ে তলেছিল। বৈদিক সাহিত্য ও মহাভারতে এ জাতির উল্লেখ আছে। পুন্ড্রুদের রাজ্যের রাজধানীর নাম পুন্ড্রুনগর। পরবর্তীকালে এর নাম হয় মহাস্থানগড়। সম্ভবত মৌর্য সমাট অশোকের রাজত্বকালে (খিঃ পূ: ২৭৩-২৩২ অব্দ) প্রাচীন পুন্ড্রু রাজ্য স্বাধীন সত্তা হারায়। সমৃদ্ধি বাড়ার সঙ্গে সঙ্গে পঞ্চম-ষষ্ঠ শতকে তা পুন্ড্রুবর্ধনে রূপান্তরিত হয়েছে। সে সময়কার পুন্ড্রুবর্ধন অন্তত বগুড়া, দিনাজপুর ও রাজশাহী জেলা জুড়ে বিস্তৃত ছিল। রাজমহল-গঙ্গা-ভাগীরথী হতে আরম্ভ করে করতোয়া পর্যন্ত মোটামুটি সমস্ত উত্তর বঙ্গই বোধহয় সে সময় পুন্ডবর্ধনের অন্তর্ভুক্ত ছিল। সেন আমলে পুন্ড্রুবর্ধনের দক্ষিণতম সীমা পদ্মা পেরিয়ে একেবারে খাড়ি বিষয় (বর্তমান চব্বিশ পরগনার খাড়ি পরগনা) ও ঢাকা-বরিশালের সমুদ তীর পর্যন্ত বিস্তৃত ছিল। বগুড়া হতে সাত মাইল দূরে মহাস্থানগড় প্রাচীন পুন্ড্রুবর্ধন নগরীর ধ্বংসাবশেষ বলে পন্ডিতেরা অনুমান করেন। প্রাচীন সভ্যতার নির্দশনের দিক দিয়ে পুন্ড্রুই ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ। বাংলাদেশে প্রাপ্ত পাথরের চাকতিতে খোদাই করা সম্ভবত প্রাচীনতম শিলালিপি এখানে পাওয়া গেছে।