বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা হওয়ার কারণ কী?
বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা হওয়ার কারণ কী?
বাংলাদেশের রাজধানী ঢাকার নামকরণের ইতিহাস নিয়ে বেশ মতভেদ রয়েছে। এই নামকরণের ইতিহাস যুক্ত রয়েছে একাধারে সেন বংশের রাজা বল্লাল সেন এবং মোঘল সম্রাট জাহাঙ্গীরের সঙ্গে। ধারণা করা হয় যে- রাজা বল্লাল সেন বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় ভ্রমণকালে কাছাকাছি একটি জঙ্গলে দেবী দুর্গার একটি বিগ্রহ খুঁজে পেয়েছিলেন। দেবীর প্রতি শ্রদ্ধাস্বরূপ তিনি ওই স্থানে একটি মন্দির নির্মাণ করেছিলেন। দেবীর বিগ্রহটি ঢাকা অবস্থায় পাওয়া গিয়েছিল বলে রাজা তাঁর নির্মিত মন্দিরের নাম রাখলেন ঢাকেশ্বরী মন্দির। সেই মন্দিরের নামেই কালক্রমে জায়গাটির নাম হয়ে যায় ঢাকা। আবার ঐতিহাসিকদের মতানুসারে সম্রাট জাহাঙ্গীর যখন এই অঞ্চলকে সুবা বাংলার রাজধানী হিসাবে ঘোষণা করেন তখন সুবেদার ইসলাম খান আনন্দের বহিঃপ্রকাশ করতে শহরে ঢাক বাজানোর নির্দেশ দিয়েছিলেন। এই ঢাক বাজানোর ইতিহাস লোকমুখে সমাদৃত হয় যা থেকে পরবর্তীতে এই স্থানের নাম হয় ঢাকা। বিস্তারিত জানতে নিচের লিঙ্কটি পড়তে পারেন। ধন্যবাদ।
লিখেছেনঃ
শিবলী আহমেদ
কনটেন্ট ডেভেলপার