বাংলাদেশে বর্তমানে নদীর সংখ্যা কত?
বাংলাদেশে বর্তমানে নদীর সংখ্যা কত?
Add Comment
পানি সম্পদ মন্ত্রণালয় পরিচালিত জরিপ অনুযায়ী বাংলাদেশে মোট নদী সংখ্যা ৩১০টি। এর মধ্যে মৃত ও মৃতপ্রায় নদীর সংখ্যা ১১৭টি। অনেকের মতে, নাম বিচারে বাংলাদেশে ছোট-বড় নদী রয়েছে প্রায় ৬০০টি। বিশেষজ্ঞদের মতে- নদী ব্যবস্থাপনায় বাংলাদেশের দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে তা বাস্তবায়ন করতে হবে। তা করা না হলে অচিরেই আরো অসংখ্য নদী মরে যাবে। আর শুধু ড্রেজিং করলেই চলবে না। নদীর উত্সমুখে ড্রেজিং করলে পরের বছরই তা পলি পড়ে ভরাট হয়ে যাবে।