বাটোয়ারা মামলা কী?
বাটোয়ারা শব্দের অর্থ বণ্টন, বিভাজন, সম্পদ, সম্পত্তি বা অংশ ভাগ করা, ভাগ করে বিতরণ ইত্যাদি। টাকা-পয়সা বা জায়গা-জমি ভাগ (বাটোয়ারা) করা নিয়ে যে মামলা হয়, তাকে বাটোয়ারা মামলা বা বণ্টন মোকদ্দমা বলে। আদালতে দায়েরকৃত অভিযোগ ও তার বিচারপ্রক্রিয়া হচ্ছে মামলা বা মোকদ্দমা আর জমি ভাগ নিয়ে মামলা বা মোকদ্দমা হচ্ছে বাটোয়ারা মামলা বা বণ্টন মোকদ্দমা।