বারবার বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, কী করব?
আপনার যে সমস্যা তাকে ডাক্তারী ভাষায় “হ্যাবিচুয়াল এ্যাবরশন” বলা হয়। এই সমস্যা অনেক কারণেই হয়ে থাকে- আবার ১০-১৫% ক্ষেত্রে কোন সমস্যাই খুঁজে পাওয়া যায় না! আপনি লক্ষ্য করুন, উচ্চতা অনুযায়ী আপনার ওজন ঠিক আছে কি না, আপনার বয়স ৩০ এর বেশি কি না, হরমোনের সমস্যা ( ডায়াবেটিস, থাইরয়েড, প্রজেস্টেরনের অসাম্যতা) আছে কি না বা আপনার ব্লাড গ্রুপ নেগেটিভ কিনা। হ্যাবিচুয়াল এ্যাবরশনের এগুলো খুব গতানুগতিক কারণ। এছাড়া আপনার জরায়ু, জরায়ু মুখের সমস্যা, কোন ধরনের নেশা করার বদঅভ্যাস আছে কিনা, মাসিক নিয়মিত হয় কি না এগুলো লক্ষ্য করুন বা আপনার ডাক্তারকে এইদিকগুলো দেখতে বলুন। অনেক সময় বারবার ইনফেকশন হলে এমন গর্ভপাত হতে পারে, তাই নিজে সবসময় পরিচ্ছন্ন থাকুন। আপনি ও আপনার স্বামী দুইজনেরই ডাক্তারী পরীক্ষা করান, কারণ অনেক সময় নিষিক্ত ভ্রূণে জেনেটিক সমস্যা থাকলে তা নিজে থেকেই গর্ভ থেকে পতিত হয়। এরপরেও যদি আপনি সন্তান নিতে ব্যর্থ হন, তাহলে কোন “ইনফার্টিলিটি বিশেষজ্ঞের” সাথে যোগাযোগ করতে পারেন।ঢাকায় এই বিষয়ে স্পেশালাইজড হাসপাতালেও যোগাযোগ করতে পারেন।
পরামর্শ দিয়েছেন :
ডাঃ নিবিড়
ইন্টার্ন চিকিৎসক
ময়মনসিংহ মেডিকেল কলেজ।