বাস টপেজ কি?
টপেজ নয় টপোলজি হবে।
বাস টপোলজিঃ
এই একটা মূল ব্যাকবোন বা মূল লাইনের সাথে সবগুলো কম্পিউটারকে জুড়ে দেওয়া হয়।
বাস টপোলজিতে কোনো একটা কম্পিউটার যদি অন্য কোনো কম্পিউটারের সাথে যোগাযোগ করতে চায় তাহলে সব কম্পিউটারের কাছেই সেই তথ্য পৌঁছে যায়।
তবে যার সাথে যোগাযোগ করার কথা কেবল সেই কম্পিউটারটি তথ্যটা গ্রহন করে। অন্য সব কম্পিউটার তথ্যগুলোকে উপেক্ষা করে।
মনে রাখতে হবে মূল বাস/ব্যাকবোন নষ্ট হয়ে গেলে সম্পুর্ন নেটওয়ার্ক অকেজো হয়ে যায়।