বায়ু কি ও কাকে বলে ?

    বায়ু কি ও কাকে বলে জানতে চাই?

    Train Asked on February 14, 2019 in সাধারণ.
    Add Comment
    1 Answer(s)

      বায়ু কি

      বায়ু বা বাতাস একই । আমরা প্রতিনিয়ত আমাদের জীবন এর প্রয়োজনে শ্বাস প্রশ্বাস গ্রহন করে থাকি, তাকেই বায়ূ বলে । সব প্রানী কুলের জন্য বায়ূ প্রয়োজন । যেমন, গাছ পালা থেকে শুরু করে সব ক্ষেত্রে বায়ূ প্রয়োজন হয় । বায়ূ আমাদের চারপাশে আছে ।

      বায়ুর উপাদান

      বায়ূর উপাদান এর পরিমাণ, নাইট্রোজেন ৭৮.০৯%, অক্সিজেন ২০.৯৫%, আর্গন ০.৯৩%, কার্বন ডাই অক্সাইড ০.০৩% এবং সামান্য পরিমাণে নিয়ন, হিলিয়াম, মিথেন, ক্রিপটন, হাইড্রোজেন, জেনন এবং ওজোন। ওজোন গ্যাসের ঘনত্ব উচ্চমাত্রায় পরিবর্তনশীল। এর সৃষ্টি ও ধ্বংস উভয়ই হয়ে থাকে অতি বেগুনী রশ্মি এবং অবলোহিত বিকিরণের  শোষণের দ্বারা। এই গ্যাসের অধিকাংশই অধিক উচ্চতায় পাওয়া যায়। আবহাওয়াবিদ্যায় এই গ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এটি সূর্যের অতি বেগুনী রশ্মি ও অবলোহিত বিকিরণ শোষণ করে। বায়ুর কার্বন ডাই অক্সাইড গ্যাস অবলোহিত বিকিরণের মাধ্যমে পৃথিবী থেকে তাপক্ষয়ের প্রক্রিয়াকে বাধা প্রদান করে। বিশ্বব্যাপী জীবাশ্ম জ্বালানি যেমন, কয়লা ও খনিজ তৈলর ব্যাপক দহন বিংশ শতাব্দীর প্রথম অংশে বায়ুতে কার্বন-ডাই-অক্মাইড গ্যাসের পরিমাণ প্রায় ১২% বৃদ্ধি করেছে। এর ফলে উল্লিখিত সময়ে পৃথিবীর গড় উষ্ণতা ১.১°সে বৃদ্ধি পেয়েছে ।

      Professor Answered on February 14, 2019.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.