বিজ্ঞান কি আত্মার অস্তিত্ব প্রমাণ করতে পেরেছে?
বিজ্ঞান কি আত্মার অস্তিত্ব প্রমাণ করতে পেরেছে?
Add Comment
বিজ্ঞান কি ভাবে পারবে! আত্মা তো কোনো বস্তু নয়; আত্মা বা অহং বা আমিত্বকে, আমি কিভাবে জানবো! আমি নিজেকেই, আমার জানার বিষয় করতে পারিনা। যদি জানতেই হয়, তবে, অন্য একটি মাধ্যমের সাহায্য নিতে হবে। মার্ক্স তো বলে গেছেন, ‘ বস্তু যেমন বস্তুকে জানতে পারেনা,মানুষও কখনো নিজেকে,জানতে পারবে না।’ কিন্তু আর একজন বিখ্যাত দার্শনিক বলেছেন, ‘Terra in cognito ‘ – ‘I think therefore I am.’ধন্যবাদ।