বিজ্ঞান কেন জীবিত প্রাণীর মৃত্যুকে আটকাতে পারে না?
বিজ্ঞান কেন জীবিত প্রাণীর মৃত্যুকে আটকাতে পারে না?
ছবির এই সিম কার্ড চেনেন? এটি Uninor ; নরওয়ের একটি টেলিকমিউনিকেশন কোম্পানী । এই কোম্পানি ভারতে টেলিনর নামে চলে আর বাংলাদেশে চলে গ্রামীন ফোন নামে। আপনি এমন একটি প্রি-পেইড সিম কার্ড, আপনার মোবাইলে সংযুক্ত করুন। সেই সিম কার্ড কেনার সময় শর্ত থাকবে, অমুক তারিখে রিচার্জ না করলে, আপনি সিম কার্ড বন্ধ হয়ে যাবে।
সেই তারিখে রিচার্জ না করে, আপনি গেলেন শহরের সেরা মেকানিকের কাছে। তাকে বললেন – আজকে এটার সিম কার্ড বন্ধ হয়ে যাবে। আপনি এটা খুলে ঠিকঠাক করে এটা বন্ধ হওয়াটা ঠেকিয়ে দিন।
দুনিয়ার সেরা মেকানিক কি সেই সিম কার্ড বন্ধ হওয়াটা ঠেকাতে পারবে?
না, পারবে না। কারন, মোবাইলে আপনার সিম কার্ড এর কোন পরিবর্তন হয় না। সেটার কানেকশন বন্ধ হয়। সিম কার্ড কোম্পানী নিজের অফিসে বসে সুইস টিপে সেটা বন্ধ করতে পারে। আপনি সারাদিন সিম কার্ড নিয়ে যতই চেস্টা করুন না কেন, কোন লাভ নেই। মুল কেন্দ্র (কোম্পানি) থেকে সেটার কানেকশন বন্ধ। কোম্পানী চালু না করলে, সেটা আর চালু হবে না।
মানুষের জীবন ঠিক তেমনই আল্লাহর দান। জীবন বন্ধ হয়ে গেলে মানুষ মরে যায়। মৃত মানুষ অক্ষত থাকলেও, তার জীবন বন্ধ। একেবারে মুল কেন্দ্র (স্রষ্টা) থেকে জীবন বন্ধ করে দেওয়া হয়েছে। সারাদিন সেই দেহ নিয়ে যতই চেস্টা করুন না কেন, কোন লাভ নেই। আল্লাহ চালু না করলে, সেটা আর চালু হবে না।