বিজ্ঞান মানুষকে বাঁচায় আর মানুষ কাল্পনিক আল্লাহ, ভগবানের উপাসনা করে কেন?
বিজ্ঞান মানুষকে বাঁচায় আর মানুষ কাল্পনিক আল্লাহ, ভগবানের উপাসনা করে কেন?
এক দরিদ্র ব্যাক্তি অনেক বেশী অসুস্থ হয়েছে। তাকে হাসপাতালে নেওয়া হলো। ডাক্তার বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা করে দেখলো, লোকটির জটিল এক রোগ হয়েছে। ডাক্তার বললো – দ্রুত অপারেশন না করতে পারলে, রোগীকে বাঁচানো যাবে না।
রোগীর আত্মীয়-স্বজন জানতে পারলো, অপারেশনের জন্য তিন লক্ষ টাকা লাগবে। গরীব মানুষ, এত টাকা কোথায় পাবে? কান্নাকাটি করে, এদিক সেদিক টাকা জোগাড় করতে নেমে পড়লো। যেখানেই যায়, কেউ টাকা দেয় না। তাছাড়া দরিদ্র মানুষকে এত টাকা দিবে কে? অবশেষে ৩-৪ দিন পরে, উত্তরাধিকার সুত্রে পাওয়া, তাদের ছোট বসতবাড়ীর দলিল বন্ধক রেখে, একজন ধনীর কাছ থেকে তিন লক্ষ টাকা পেলো।
জলদি হাসপাতালের কাউন্টারে গিয়ে টাকা জমা দিলো। কয়েক ঘন্টার মধ্যেই অপারেশন শুরু হলো। অপারেশন শেষে, হাসপাতালে কয়েকদিন থাকার পরে, লোকটিকে ছেড়ে দিলো। প্রানে বেঁচেছে ঠিকই, কিন্তু এখনো বসতবাড়ী বন্ধক আছে। কবে তিন লাখ টাকা জোগাড় করতে পারবে, কবে বসতবাড়ী ছাড়িয়ে নিতে পারবে, সেটা জানে না।
- এবার বলুন – উপরের এই ঘটনায়, লোকটিকে বাচিয়েছে কে?
লোকটিকে বাঁচিয়েছে – টাকা। বলুন কে বাচিয়াছে? – টাকা। হাসপাতালের কাউন্টারে তিন লক্ষ টাকা জমা না দিলে, লোকটি কয়েকদিন পরে মরে যেতো। টাকা দেবার কারনে লোকটি বেচে গেছে। ওদিকে আপনি বলেন, কাল্পনিক বিজ্ঞান মানুষকে বাচায়।
বিজ্ঞান যদি মানুষকে বাচাতো, তাহলে লোকটির সামনে বারবার “বিজ্ঞান ওকে বাচাও” এমন বললেই তো সে বেচে যেতো। হাসপাতালের কাউন্টারে টাকা জমা দেওয়া লাগলো কেন? টাকা মানুষকে বাচায়, আর আপনি কাল্পনিক বিজ্ঞানের নাম বলেন কেন?
আমার সকল কথাই অপছন্দ হয়েছে। তবে সবচেয়ে বেশী অপছন্দ হয়েছে ওই কথাটি – কাল্পনিক বিজ্ঞান।
- বিজ্ঞানের রঙ কি? লাল না সাদা? বিজ্ঞানের আকার কেমন? গোল না চারকোনা? বিজ্ঞান গরম নাকি ঠাণ্ডা? বিজ্ঞান বড় নাকি ছোট? বিজ্ঞানের কয়টা হাত পা আছে? বিজ্ঞানকে কি বালতিতে ভরে নেওয়া যায়? বিজ্ঞান কত দ্রুত হাটা-চলা করতে পারে? বিজ্ঞান দেখতে কেমন?
ওরে, যে জিনিসটা দেখা যায় না, শোনা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, ওটাকে কাল্পনিক ছাড়া আর কি বলবো?
———————
দ্রষ্টব্য: নিয়মিত পাঠকেরা হয়তো এই লেখার আগা-মাথা না বুঝে, হতাশ হতে পারেন। আসলে বিষয়টা এমন:
- কেউ যখন 2+2=5 হিসাব দেখিয়ে, বোকা বানাতে চায় ; তখন তাকে 2+2=3 হিসাবটা ভালোভাবে শিখিয়ে দিতে হয়।