বিতর নামাজ ছাড়লে পাপ হবে কি?

বিতর নামাজ ছাড়লে পাপ হবে কি?

Add Comment
1 Answer(s)

    শার সালাতের  পরেই বিতিরের ওয়াক্ত শুরু হয়। যদিও আমরা বিতির এশার সাথে পড়ি, কিন্তু এটা হচ্ছে  ‘শেষ রাতের’/কিয়ামুল লাইলের সালাত।এটা রাসুল(সঃ) ও উনার সাহাবীরা  শেষ রাতে  পড়তেন। কিন্তু  যেহেতু পড়ার সময় শুরু হয়ে যায়, হযরত আবু বকর(রাঃ)  এটা ও প্রথম রাতে ও হযরত উমর(রাঃ)  এটা শেষ রাতে ‘তাহাজ্জুদ’  সালাতের পর পড়তেন। মহানবী(সঃ)  আবু বকরকে(রাঃ)কে ঠিক ও  হযরত উমর(রাঃ)-কে অধিকতর ঠিক বলেছেন। শেষ রাতের কোন সালাত ‘ ওয়াজিব’ নয়। বিতির হচ্ছে ‘সুন্নাতে মুয়াক্কাদা’। বিতির হচ্ছে  দিনের শেষ সালাত। হাদীস আছে, তোমরা বিতিরকে  শেষ সালাত কর। এটা অনেকটা ‘রচনার’ উপসংহার লিখার মত। বিতির না পড়লে গুনাহ নাই। এ ব্যপারে হযরত আলী(রাঃ)  এর একটা হাদীস আছে।

    Professor Answered on June 17, 2015.
    Add Comment
  • RELATED QUESTIONS

  • POPULAR QUESTIONS

  • LATEST QUESTIONS

  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.