বিতর নামাজ ছাড়লে পাপ হবে কি?
বিতর নামাজ ছাড়লে পাপ হবে কি?
Add Comment
শার সালাতের পরেই বিতিরের ওয়াক্ত শুরু হয়। যদিও আমরা বিতির এশার সাথে পড়ি, কিন্তু এটা হচ্ছে ‘শেষ রাতের’/কিয়ামুল লাইলের সালাত।এটা রাসুল(সঃ) ও উনার সাহাবীরা শেষ রাতে পড়তেন। কিন্তু যেহেতু পড়ার সময় শুরু হয়ে যায়, হযরত আবু বকর(রাঃ) এটা ও প্রথম রাতে ও হযরত উমর(রাঃ) এটা শেষ রাতে ‘তাহাজ্জুদ’ সালাতের পর পড়তেন। মহানবী(সঃ) আবু বকরকে(রাঃ)কে ঠিক ও হযরত উমর(রাঃ)-কে অধিকতর ঠিক বলেছেন। শেষ রাতের কোন সালাত ‘ ওয়াজিব’ নয়। বিতির হচ্ছে ‘সুন্নাতে মুয়াক্কাদা’। বিতির হচ্ছে দিনের শেষ সালাত। হাদীস আছে, তোমরা বিতিরকে শেষ সালাত কর। এটা অনেকটা ‘রচনার’ উপসংহার লিখার মত। বিতির না পড়লে গুনাহ নাই। এ ব্যপারে হযরত আলী(রাঃ) এর একটা হাদীস আছে।