বিয়ের আগেই কোন কোন অভ্যাসগুলি আমাদের গড়ে তোলা উচিত?
১। বিয়ের আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সরাসরি কথা বলতে শিখা। মানে স্ত্রীর সাথে কথা বলার সময় কোন ধরনের লুকনো কিছু যেনো না থাকে।
২। নিজেকে অনেক বেশি পরিষ্কার পরিচন্ন রাখা। এতে করে স্ত্রী আপনাকে নিয়ে গর্ববোধ করবে।
৩। বিয়ের পর আপনার খরচ অনেক বেড়ে যাবে তাই বিয়ের আগেই আপনি আপনার পরিবারের বাকি সদস্যদের চাহিদা পূরণ করে নিন। কারন বিয়ের পর মন চাইলেও আপনি পারবেন না।
৪। বিয়ের আগে থেকে সঞ্চয় করার অভ্যাস করুন। কারন সংসার জীবনে আপনি কখন বিপদে পড়বেন তা বলা মুশকিল। তাই বিপদের সহায়কের জন্য সঞ্চয় করুন।
৫। নারীদের সন্মান করা শিখতে হবে। স্ত্রীকে কিভাবে বাসার কাজে হেল্প করা যায় যায় সে বিষয়ে জেনে নেয়া।
৬। আপনাকে অনেক ধৈর্য্যের অধিকারী হতে হবে।
৭। রাগ নিয়ন্ত্রণ করতে হবে, কারন স্ত্রীকে যতটা না রাগ দিয়ে বুঝানো যায় তার চাইতে বেশি ভালোবেসে।
৮। সর্বপরি দায়িত্ব নেয়া শিখতে হবে। বিয়ের পর আপনাকে নতুন আরেকটি জীবনে পা রাখতে হবে যেখানে আপনিই মাঝি, আপনার স্ত্রী আপনার জীবনের সহযাত্রী। তাই ঘরের সবার আচার আচরনের প্রতি খেয়াল করুন। ঘরের প্রয়োজনীয় জিনিস গুলোকে কিভাবে যোগান দিবেন বুঝে নিন এবং স্ত্রীর প্রতি বিশ্বাস, সন্মান এবং ভালোবাসার জন্য প্রস্তুতি নিন।