বিয়ে করার সময় কেন লোক মধ্যবিত্ত ঘরের মেয়ে খোঁজে?
বিয়ে করার সময় কেন লোক মধ্যবিত্ত ঘরের মেয়ে খোঁজে?
০. সঠিক এবং চূড়ান্ত উত্তর__???
১. অনেক টাকা ওয়ালার মেয়ে_খুঁটি-নাটি-টাংকি টুংকি_সব ধরনের বিষয় পাকা_আর অনেক খারাপ হয়__)(__যেমন আমার নিজের বিষয় বলি আমিও বিয়ে করবো গরিব ঘরের একটা মেয়েকে_মেয়েরা যতই গরিব হোক না কেন মেয়েটা ভালো হলেই হবে_///_তাহলে আমার মত সব ছেলেরাই এরকম মনে করে_///_এটা ভাবতে হচ্ছে এখন কারণ দিন”শেষে সব ছেলেরাই ভালো একটা স্ত্রী খোঁজে_///_আর লাস্টে পাই_খুঁটি-নাটি-টাংকি টুংকি_ওইরকম স্ত্রী_)(__যাই হোক_কোন প্রশ্ন কারো কাছ থেকে জানা লাগে”না_সবার মাথায় ঘিলু থাকে_আপনি যার কাছ থেকে জানতে চাচ্ছেন তার মাথায় আপনার মত গিলু আছে_তাহলে আপনি কেন অন্যের কাছে প্রশ্ন করবেন_নিজে আগে ভাবুন__///__এত বড় বড় বিজ্ঞানীরা হয়েছে_একেকটা নতুন নতুন জিনিস আবিষ্কার করেছে হাজার বছর আগে__///_তারা নিজেরা ভেবে ভেবে_ওই_রকম নিজের ব্রেন কাজে লাগান___