বিশ্বের ইতিহাসে প্রথম President কে?
বিশ্বের ইতিহাসে প্রথম President কে?
Add Comment
প্রেসিডেন্ট একটা পদের নাম, যেটা অনেক দেশেই রয়েছে। যদি দেশের নাম উল্লেখ করতেন তাহলে ভালো হতো। যেমন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট স্যার জর্জ ওয়াশিংটন।
প্রেসিডেন্ট শব্দটি প্রথম কোনো পদ হিসেবে ব্যবহৃত হয়েছিল ১৬৪৯ থেকে ১৬৬০ এর ভেতরে, যখন ইংল্যান্ড এ কমনওয়েল্থ যুগ চলমান। কমনওয়েল্থ সরকার ব্যবস্থার কার্যনির্বাহী শাসনকর্তাকে প্রেসিডেন্ট বলা হতো। এই হিসাবে পৃথিবীর প্রথম প্রেসিডেন্ট John Bradshaw.