• কোনো কারণ ছাড়াই অতিরিক্ত ক্লান্তি লাগা।
• খাওয়ার রুচি কমে যাওয়া।
• ওজন কমে যাওয়া।
• অস্থির অনুভব করা।
• কোনোভাবে বিশ্রাম করতে না পারা।
• অত্যধিক দুশ্চিন্তা করা।
• লোকজনকে এড়িয়ে চলা।
• অল্পতেই উত্তেজিত বা বিরক্ত হয়ে পড়া।
• ঘুমের সমস্যা।
• আত্মবিশ্বাস হারিয়ে ফেলা।
• নিজেকে অন্যের বোঝা মনে করা।
• মনোসংযোগের অসুবিধা।
• আতঙ্কিত বোধ করা।
• সুইসাইড বা আত্মহননের চিন্তা করা।
বিষণ্ণতার ফলে কি হতে পারে?
বিষণ্ণতার রয়েছে অনেক অনেক উপসর্গ বা লক্ষণ। আবার কারো কারো ক্ষেত্রে তেমন কোনো উল্লেখযোগ্য লক্ষণ নাও থাকতে পারে। তখন তাদের ক্ষেত্রে রোগ নির্ণয় কিছুটা কঠিন হয়ে দাঁড়ায়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই বিষণ্ণতার কিছু উপসর্গ বা লক্ষণ দেখা যায়।