বিসিএস দিতে কী যোগ্যতা লাগে?
বিসিএস দিতে কী যোগ্যতা লাগে?
Add Comment
বিসিএস পরীক্ষা দেওয়ার জন্যে আপনাকে কমপক্ষে স্নাতক কিংবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শিক্ষাজীবনে একাধিক তৃতীয় শ্রেণীপ্রাপ্ত হলে তা অযোগ্যতা বলে বিবেচিত হবে। বিসিএস পরীক্ষাকে যতটা কঠিন মনে করা হয়, ততটা কঠিন এটি নয়। মনে রাখবেন, পরীক্ষার হলে ১০০ ভাগ প্রশ্নের উত্তর পারা বা করাটা আসল নয়। যেটুকু পারবেন সেটুকু ঠিকঠাক করতে পারাটাই আসল।