বিসিএস পরীক্ষার জন্য কীভাবে ভালো প্রস্তুতি নিতে পারি?

    বিসিএস পরীক্ষার জন্য কীভাবে ভালো প্রস্তুতি নিতে পারি?

    Add Comment
    1 Answer(s)

      সঙ্গে নোটবুক রাখুন

      সব সময় সাথে একটা পকেট নোটবুক রাখুন। যেখানেই কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে, নোটবুকে তুলে রেখে পরে সুবিধামতো সময়ে যেন নজর দিতে পারেন। এতে মনে থাকবে সহজেই।

      বিগত বছরের প্রশ্নগুলো পড়ে নিন

      বিগত বিসিএসে আসা এবং পিএসসি কর্তৃক গৃহীত অন্যান্য নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো পূর্বেই পড়ে নিন। এতে প্রশ্নের ধরণ বুঝতে সহজ ও মনে রাখার জন্য সুবিধা হবে।

      জটিল বিষয়ে সময় ব্যয় না করে সহজ বিষয়ে সময় দিন

      অহেতুক কঠিন ও জটিল বিষয়ে সময় ব্যয় না করে আপনার কাছে যে বিষয় প্রিয় ও সহজ মনে হয় সেটিই বেশি করে আয়ত্তে আনুন। কারণ প্রিলিমিনারিতে যত বেশি তথ্য আপনার আয়ত্তে আসবে, তত বেশি নম্বর পেতে সুবিধা হবে।

      বারবার পড়ার অভ্যাস করুন

      যেকোনো বিষয় একবার না পড়ে একাধিকবার পড়ার অভ্যাস করুন। এতে তথ্য মনে রাখা সহজ হবে। প্রয়োজনে সঙ্গে সঙ্গে লেখার অভ্যাসও তৈরি করুন।

      দুর্বল বিষয়ে গুরুত্ব দিন

      যারা ইংরেজিতে দুর্বল, তাদের ইংরেজিতে দক্ষতা অর্জনের জন্য বিশেষ ব্যবস্থা নেয়া উচিত। ইংরেজির মতো যে বিষয়ে আপনি দুর্বল তার ওপর আলাদা গুরুত্ব দিন। দেখবেন সময় লাগলেও ঠিক হয়ে যাবে।

      গ্রুপ স্টাডি করুন

      সর্বোপরি বিসিএস প্রস্তুতি একা একা নেয়ার চেয়ে গ্রুপভিত্তিক আলোচনা সবচেয়ে ফলপ্রসূ। এতে তথ্যের যেমন প্রবাহ হয়, তেমনি তথ্য মনে রাখাও সহজ হয়। তাই একা একা না পড়ে গ্রুপভিত্তিক পড়াশোনা করাই বাঞ্ছনীয়।

      আত্মবিশ্বাস রাখুন, সফলতা আপনার হাতের মুঠোয়

      বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সহজ ব্যাপার না হলেও খুব কঠিন নয়। আর তাই ভয় পাওয়া চলবে না। বরং প্রচণ্ড ইচ্ছাশক্তি, অদম্য স্পৃহা ও ধৈর্য্যশীলতা দিয়ে এ চ্যালেঞ্জকে মোকাবেলা করতে হবে। কারণ বিষয়টি আপনার জন্যই করা হয়েছে এবং এতে সফল হওয়ার যোগ্যতা আপনার আছে বলেই মনে করা উচিত। সরকারি প্রথম শ্রেণীর ক্যাডার হওয়ার Commitment নিয়ে আন্তরিকভাবে অভিযান শুরু করুন। সাফল্য নিশ্চিতভাবেই আপনার হাতের মুঠোয় ধরা দেবে।

      Professor Answered on November 1, 2016.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.