বুটিক হাউজ খুলতে চাই, কীভাবে শুরু করব?
বুটিক হাউজ খুলতে চাই, কীভাবে শুরু করব?
আপনার গতানুগতিক প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনার প্রতিভার বিররণ শুনে ভালো লাগলো। আসলে এমন অনেকেই আছেন যারা ঘরে বসে থেকেই কিছু বিশেষ কাজ করতে চান, নিজের অবসর সময়গুলোকে কাজে লাগাতে চান। এক্ষেত্রে বুটিক হাউজ দেয়ার বিকল্প আর কিছু নেই। কিন্তু প্রয়োজনীয় তথ্য এবং সুযোগের অভাবে অনেকেই তাদের প্রতিভার সঠিক বিকাশ ঘটাতে পারেন না। আপনি আপনার দক্ষতাকে কাজে লাগাতে চান এজন্য আপনাকে সাধুবাদ জানাই। জেনে নিন বুটিক হাউজ কীভাবে করবেন এবং এর বিস্তার ও প্রচারণা কীভঅবে চালিয়ে যাবেন।
১ম ধাপ
প্রথমেই আপনাকে সিধান্ত নিতে হবে কি ধরনের কাপড় বিক্রি করতে চান এবং কোন ভোক্তা সমষ্টিকে টার্গেট করতে চান।
এক্ষেত্রে আপনি নিশ (ইংরেজি ভাষায়) বা ফোকাস আইটেম নিয়ে কাজ করলে ভালো সাড়া পাবেন। যেমন আপনি তরুনীদের পোশাক নিয়ে কাজ করতে পারেন আবার মায়েদের আইটেম নিয়েও কাজ করতে পারেন। ফোকাস আইটেম নিয়ে কাজ করাটা আপনার দক্ষতার প্রমাণ রাখে অপর পক্ষে অল্প সময়েই ভালো ফলাফল পাবেন।
২য় ধাপ
দ্বিতীয়ত আপনাকে আইটেম কালেকশন করতে হবে বা সাপ্লায়ার খুজতে হবে, যিনি আপনাকে ডিজাইন,কাপড় ইত্যাদি সরবরাহ করবেন।এছাড়া আপনি নিজেও বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করে, ডিজাইন ও হাতের কাজ যুক্ত করতে পারেন। সাপ্লায়ার এর কাছ থেকে পণ্য নিয়ে নিজের কাছে স্টক করতে পারেন।
৩য় ধাপ
৩য় ধাপে আপনাকে আইটেম গুলোর ভালো একটা ক্যামেরা দিয়ে কোয়ালিটি ইমেজ তুলতে হবে, আইটেমগুলোর যথাযথ বর্ণনা লিখতে হবে, এর মুল্য যুক্তিসঙ্গত নির্ধারণ করতে হবে।
৪র্থ ধাপ
এই পর্যায়ে আপনার একটি অনলাইন স্টোর লাগবে।যেখান থেকে আপনি কাস্টমার দের কে ক্রয়ের জন্য অফার করবেন। অনলাইন স্টোর বা ই-কমার্স ওয়েবসাইট, যেখানে পন্যের ইমেজ, বিবরণ ও প্রাইস তুলে ধরবেন।আপনার ওয়েবসাইট পেমেন্ট সুবিধাও রাখতে হবে।যাতে কাস্টমার পণ্য অর্ডার করে মুল্য পরিশোধের সুযোগ পায়।
৫ম ধাপ
এই ধাপে আপনার অনলাইন বুটিক হাউস এর মার্কেটিং বা প্রচার,প্রচারণা চালাতে হবে।যাতে লোকজন আপনাকে চিনতে শুরু করে। এই পর্যায়ে আপনি সোশ্যাল মিডিয়া সাইট গুলোর হেল্প নিতে পারেন।সেখানে আপনার বুটিক সপ এর পেজ ওপেন করে মার্কেটিং শুরু করতে পারেন।যেমন, facebook.com, twitter.com, linkedin.com, beshto.com, এবং আরো কিছু সাইটএ। এছাড়া অল্প কিছু খরচ করে বিভিন্ন এড নেটওয়ার্ক, adwords.google.com, green-red.com, ব্যানার বিজ্ঞাপন, ও অফলাইন এ প্রচার চালাতে পারেন। যেমন মেলায় অংশগ্রহন,ভিসিটিং কার্ড, লিফলেট ইত্যাদি। আপনার স্টোর এর জন্য একটা ফোন নম্বর ও রাখুন।
৬ষ্ঠ ধাপ :
আপনার পণ্য ডেলিভারির জন্য একটা শিপিং সার্ভিস এর সাথে কথা বলে রাখুন এবং পণ্য দেয়ার জন্য ব্যাগ তৈরী করে রাখুন।
পরিশেষে , আপনি বিসনেস এর জন্য প্রতিদিন অল্প করে সময় দিন , নতুন প্লান করুন, কাস্টমারদের সাথে যোগাযোগ রাখুন, এক্সক্লুসিভ ডিজাইন নিয়ে আসুন এবং প্রথম সেল এর জন্য একটু অপেক্ষা করুন।