বুদ্ধিমান ব্যক্তিদের কিছু ভালো গুণ কী কী?

    বুদ্ধিমান ব্যক্তিদের কিছু ভালো গুণ কী কী?

    Doctor Asked on March 12, 2024 in অনুসরণ.
    Add Comment
    1 Answer(s)

      একজন বিলিয়্যান্ট স্টুডেন্ট মানেই কিন্তু বুদ্ধিমান ব্যাক্তি নয়। বুদ্ধিমান হওয়া এমন একটি বিষয় যা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শেখা সম্ভব নয় কিন্তু অভ্যাসের মাধ্যমে আয়ত্ত করা সম্ভব।

      এখানে বুদ্ধিমান ব্যাক্তিদের ৭ টি গুণের কথা উল্লেখ করা হলোঃ

      ১। বুদ্ধিমান ব্যাক্তিরা সবসময় নিজে নিজে শেখার চেষ্টা করে। কেউ তাকে কোনোকিছু শেখাবে সেই আশায় বসে থাকে না। তারা প্রতিনিয়ত নতুন নতুন আইডিয়া অনুসন্ধান করে ও তা নিয়ে কাজ করে।

      ২। তারা সবসময় নিজেদের কাজ নিয়ে ব্যাস্ত থাকে। কে, কি বলল তা নিয়ে মোটেও মাথা ঘামায় না।

      ৩। বুদ্ধিমান ব্যাক্তিরা ব্যার্থতাকে সহজভাবে নেয়। তারা তাদের ব্যার্থতা থেকে শিক্ষা নেয় এবং নতুন উদ্যমে শুরু করে। তারা কখনোই তাদের সফলতাকে নির্দিষ্ট গন্ডির মধ্যে আটকিয়ে রাখে না। বরং একটি কাজে সফল হলে, অন্য একটি কাজ নিয়ে ব্যাস্ত হয়ে পড়ে।

      ৪। এ ধরণের ব্যাক্তিরা সর্বদা শিখতে আগ্রহী হয়। তারা কি জানে তা নিয়ে মোটেও মাথা ঘামায় না। বরং তারা যা জানে না, সেটা কিভাবে শেখা যায় তা নিয়ে ব্যাস্ত হয়ে পড়ে। তারা বিশ্বাস করে উন্নতির শেখরে পৌছাতে জ্ঞান আহরণের বিকল্প নেই।

      ৫। এদের মাথার ভেতর সবসময় নানারকম আজগুবি প্রশ্ন ঘুরাফেরা করে এবং তারা প্রশ্নগুলির উত্তর অনুসন্ধানের চেষ্টা করে। তারা কখনো এমন কোনো ব্যাক্তির পরামর্শ গ্রহণ করে না, যারা এমন বিষয়ে পরামর্শ দেয় যে বিষয়ে তারা সফল বা অভিজ্ঞ নয়।

      ৬। বুদ্ধিমান ব্যাক্তিরা কোনো কাজে নামার আগে উক্ত বিষয়ে সকল প্রকার তথ্য সংগ্রহ করে নেয় এবং সে অনুযায়ী পরিকল্পনা সাজায়। তারা খুব ভালোভাবে জানে, কোনো কাজে নামার আগে পরিকল্পনা প্রণয়ণ তাদের ৮০% সমস্যার সমাধান করে দিবে।

      ৭। তারা তাদের আশেপাশের মানুষের সাথে এমন আচরণ করে যে সাধারণ মানুষ মনে করে তারা ঐ ব্যাক্তির চেয়েও বেশি বুদ্ধিমান।

      Professor Answered on March 12, 2024.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.