বুদ্ধির ঢেঁকি বলতে ঠিক কী বোঝায়?
বুদ্ধির ঢেঁকি বলতে ঠিক কী বোঝায়?
বুদ্ধির ঢেঁকি কথাটি, কারো নির্বুদ্ধিতা বা বুদ্ধিহীনতা কে ইঙ্গিত করতেই বলা হয়।
এটি ব্যঙ্গাত্মক না তুলনামুলক উক্তি, সে নিয়ে একটি বিতর্কের অবকাশ থেকেই যায়।
ঢেঁকি তো ফেলনা জিনিষ নয়,
ঢেঁকিতে চাল ছাঁটা হয়, ঢেকিতে নানারকম মশলার গুড়ো তৈরী করা হয়, পৌষ সংক্রান্তি তে পিঠে, পুলি, তৈরী করতে চালের গুড়ি তৈরী করতে, ঢেঁকির ব্যবহার, সুবিদিত।
আজকাল তো স্বাস্থ্যের উপকারীতার কথা ভেবে, অনেকেই ঢেঁকির ছাটা চালের সন্ধান করেন।
ঢেঁকির উপযোগিতা সম্পর্কে, নিরলস কর্মাসক্তির সাথে তুলনা করে এরকম বলা ও হয় যে,
‘ঢেঁকি স্বর্গে গিয়ে ও ধান ভানে’
আমাদের বাড়ীতেও ঢেঁকি ছিলো,
পা দিয়ে যখন ঢেঁকি চালানো হয়, তখন এক ধরণের ধুপ-ধাপ আওয়াজ হতো, আর তার সাথে, সাথ সঙ্গত করে যেতো বাড়ীর চালে বসে থাকা পায়রার বক-বকম আওয়াজ। আর এরই মাঝে বারান্দায় পাটি বিছিয়ে বসে, পড়া মুখস্থ করার আপ্রাণ চেষ্টা, আমার।
বই খুলে, বইয়ের দিকে নয়, চলতে থাকা ঢেঁকির দিকে তাকিয়ে, আমার চিল চিৎকার,
“সকালে উঠিয়া আমি মনে, মনে বলি, আমি যেন সারাদিন ভালো হয়ে চলি”,
ঢেঁকির ধুপ-ধাপ, কবুতরের বক-বকম, শিশুর কণ্ঠে, ‘আমি যেন ভালো হয়ে চলি’,
এ তিন মিলে, যে সংগীত বা orchestra রচনা হতো, সেটা, আলী আকবর, রবিশঙ্কর, জাকির হোসেন এর অনুপম সৃষ্টি, বা মোজার্টের ক্লাসিক সৃষ্টির কাছাকাছি,
প্রায় কাছাকাছি।
ঢেঁকির উপযোগিতা থাকা সত্বেও, নির্বোধ কে কেন ঢেঁকির সাথে তুলনা করা হয় ?
ঢেঁকির নীচে যা ই থাকবে সেটাকেই ঢেঁকি পিষে ফেলার চেষ্টা করবে। সেটা যদি লোহা ও হয়, ঢেঁকি কোনো বাছ বিচারে যাবে না, এটা যে পিষে ফেলা যাবে না, ঢেঁকি সেটা বিচার করবে না,
একজন বুদ্ধিহীন ও, বুদ্ধির প্রয়োগ সম্পর্কে সচেতন থাকেন না, নির্বুদ্ধিতা আর বুদ্ধিকে মিলিয়ে ফেলেন,
তাই, বলা হয়,
পরিশেষে, প্রশ্নকর্তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি,
কারণ, প্রবাদ বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে, কোরা বাংলায় প্রশ্নটি করার মাধ্যমে, বিলুপ্তির পথে হাঁটতে থাকা, গ্রাম বাংলার ঢেঁকিকে তিনি ধরে রাখারই চেষ্টা করলেন।
ধন্যবাদ।